বাস্তবতা ফেরী করে বেড়াচ্ছে আমার সহজ শর্তের সময়গুলোকে
বিশ্বসাহিত্যের উল্লেখযোগ্য গল্প বলে মনে করা হয় ফ্রাঞ্জ কাফকার লেখা মেটামরফোসিসকে। রুপক, ফ্যান্টাসি, পরাবাস্তবাবতাসহ অনেক ধরনের প্রভাব রয়েছে ফ্রাঞ্জ কাফকার এই গল্পটিতে। কেউ কেউ মেটামরফোসিস গল্পের শুরুর লাইনটিকে আধুনিক বিশ্বসাহিত্যের সবচাইতে চমক জাগানিয়া বাক্য বলে মনে করেন। মেটামরফোসিস গল্পের প্রথম লাইনটি হলো- “নানা আজেবাজে স্বপ্ন দেখার পর একদিন সকালে ঘুম ভেঙ্গে জেগে উঠে গ্রেগর সামসা দেখল, সে এক বিশাল পতঙ্গে রুপান্তরিত হয়ে তার বিছানায় শুয়ে আছে।”
প্রথম লাইনটিতে অনেক ধরনের তাতপর্যের সন্ধান দিয়েছেন কাফকা। খুব স্বাভাবিকভাবেই বলা যায় আরশোলায় রুপান্তরিত হয়ে যাওয়া গ্রেগর সামসা ধীরে ধীরে তার চিরচেনা জগত থেকে এবং তার øস্নেহশীল পারিবাহিক বন্ধন থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়।
এতো গেল কাফকার মেটামরফোসিস গল্পের প্রসঙ্গ।
আমাদের প্রাত্যহিক জীবনে আমরা কি ভেবে দেখেছি কতবার আমরা রুপান্তরিত হচ্ছি!! কতো পরিসরে আমরা জীবনের অন্য রুপান্তর উপলব্ধি করছি???
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।