আমাদের কথা খুঁজে নিন

   

জেমস ব্রাউন : গডফাদার অফ সোল (পর্ব ১)

বাস্তবতা ফেরী করে বেড়াচ্ছে আমার সহজ শর্তের সময়গুলোকে

ব্রাউন নিজেকে অভিহিত করেছিলেন গডফাদার অফ সোল হিসেবে। যখন জেমস ব্রাউন নিজেকে এক নাম্বার সাউথ আফ্রো-আমেরিকান হিসেবে তুলে ধরেছেন, সে সময়টাতে এই ধারাটি বিনোদন ব্যবসার কোনো আইডল ছিল না। পপুলার মিউজিকে তার অবদান সহজ কথায় অনেক। তিনি গসপেল মিউজিককে সুর, তাল, লয়ে রূপান্তরিত করেছেন। সেই সঙ্গে সোল মিউজিককে (নৃত্যের সঙ্গে জোরালো তালবিশিষ্ট আধুনিক আফ্রো-আমেরিকান সঙ্গীত) নিজস্ব সৃষ্টিকর্ম করে নিয়েছেন।

এটিকে তিনি ড্রাইভিং রিদম এবং জরুরি বিটের মাধ্যমে আবেগময় ও দ্রুত লয়ের করে তুলেছেন। অভিব্যক্তির অত্যাবশ্যকীয়তা এবং র ফিজিকালিটির জন্য তার পারফরম্যান্স অন্য কারো পক্ষে অনতিক্রমনীয় রয়ে যায়। এটি পরে মিক জ্যাগার এবং ইগগি পপ-এর মতো হোয়াইট রকারদের প্রভাবিত করেছে। জেমস জো ব্রাউন জুনিয়র ১৯৩৩ সালে জন্মগ্রহণ করেন। সাউথ ক্যারোলিনার শিক্ষা-সংস্কৃতিতে পশ্চাতপদ একটি অঞ্চলের ছোট এক রুমের চালাঘরে জন্মগ্রহণ করেন তিনি।

সাত বছর বয়সে তাকে জর্জিয়ার অগাস্টায় একটি পতিতালয়ে থাকতে হতো। থাকার ভাড়া যোগানোর জন্য তাকে জুতা পরিষ্কার এবং রাস্তায় ট্যাপ-ডান্সিং (পায়ের গোড়ালি বা আঙুলে টোকা দিয়ে তাল ঠুকে নাচ) করতে হতো। নয় বছর পরে তিনি গাড়ি চুরি-চেষ্টার দায়ে নিষ্ঠুরভাবে শাস্তি পান। এ জন্য তাকে জেলে পাঠানো হয়। ১৯৬০-এর দশকের দিকে জেমস ব্রাউন ব্রাউন ছিলেন ক্যারিসমাটিক ফ্রন্টম্যান।

জেল থেকে রিলিজ পাওয়ার পর তিনি একটি গসপেল গ্রুপে যোগদান করেন। যেখানে তিনি সেমি-প্রফেশনাল হিসেবে প্রতিশ্রুতিময় কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থ কর্মজীবন চালিয়ে যান। তিনি জেমস ব্রাউন রিভিউ (সমসাময়িক ঘটনাভিত্তিক গীতি নৃত্যনাট্য গ্রুপ)-এর নেতা হয়ে ওঠেন। এই গ্রুপটির জোরালো আর অ্যান্ড বি সাউন্ড শুনে দর্শক-শ্রোতারা উল্লসিত হওয়ার পাশাপাশি উন্মত্ত হয়ে পড়তো। গ্রুপটির নেতৃত্বে ছিলেন ব্রাউন।

স্টেজে তার অদ্ভুত আচরণ এক রাতে সাত পাউন্ড খরচের কারণ হয়ে পড়তো। ১৯৫৬ সালে তিনি প্লিজ প্লিজ প্লিজ গানটি লেখেন। এটির এক মিলিয়ন কপি বিক্রি হয়। সেই সঙ্গে গায়ককে তারকার খ্যাতি এনে দেয়। এরপর ব্রাউন বছরের ৩৫০ রাতই কাজ করেছেন।

এটি তার জন্য আরেকটি সম্মান বয়ে আনে। বিনোদন ব্যবসার ক্ষেত্রে তিনি কঠোর পরিশ্রমী হিসেবে বিবেচিত হন। যদিও তার আয় ছিল টেনেটুনে কুলিয়ে যাওয়ার মতো ছিল। তারপরও ব্রাউন তার পারফরম্যান্স কোয়ালিটির জন্য কোনো কিছুর সঙ্গে আপস করতে অস্বীকার করেন। সূত্র : বিবিসি।

অনুবাদ : একরামুল হক শামীম

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।