আওয়াজ উঠতে হবে, আওয়াজ উঠছে
বাংলাদেশ রাজনীতির নতুন মোড় হচ্ছে জামায়াত নামের মাথাব্যাথা দুর করা। তো আমি মনে করি এরজন্য তো প্রথম আলো কিংবা মুক্তিযোদ্ধা কমান্ডার পরিশোধ কিংবা সর্বদলীয় কমিউনিষ্ট আন্দোলনের এত বৈঠক বা আলোচনাসভার দরকার নাই। এক্ষন বিচার বিভাগ নির্বাহী বিভাগ থেকে মুক্ত। আর বিচার বিভাগের সকল কর্মকর্তাই তো নাস্তিকতাবাদী কিংবা বামপহ্নি রাজনীতির সমর্থক। তাহলে কি দাড়ায় তাদের নামে আপনাদের কাছে প্রমান আছে, নথি আছে, তাহলে দেরি কেন? আসুন সবাই মিলে তাদের নামে মামলা করি, ব্যক্তিগত ভাবে।
কারন রাষ্ট্র বলে কোন শব্দ কোন কালেই ছিল না। কারন সে এক আজব সত্ত্বা, কারন সে যখন যার তখন শুধুই তার, সবার আবার কারও নয়। তাই কেন কবির চৌধুরী, মতিউর রহমান আর মুক্তিযোদ্ধা কমান্ডার পরিশোধ (যদিও সেখানে মাত্র একজন কমান্ডারের নাম দেখলাম) বসে থাকবেন রাষ্ট্রের আশায়। এখনই সময় আসুন সকলে মিলে সত্যিকার রাজাকারদের নামে ব্যক্তিগত, দলীয়গত, কিংবা কোন জোটগত মামলা করি। আদালত তো কারও নয়, তবে কেন দেরি।
তাতে অত্যন্ত রাষ্ট্রের বৃথা সময় এই ফালতু কাজে ব্যয় হবে না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।