গেলাম, দেখলাম, জয় করলাম। দুঃখিত ইনফ্যাক্ট “এনজয়” করলাম। আবার একমাসের ছুটি শেষে ফিরত আসলাম। কোথাও ঘুরতে যওয়া মানে সেখানকার কোন বিখ্যাত কিছু দেখা,ছবি তোলা সাথে খাওয়াদাওয়া ইত্যাদি। আমার ইংল্যান্ড ভ্রমনেও এর ব্যাতিক্রম ছিল না ।
বিশেষ করে ২০০ বছর শোষণ করে নিয়ে যেয়ে লন্ডন শহরটা কেমন করে সাজাইসে এইটা খুব ভালো করেই দেখলাম। তবে বিশেষ কোন নির্মান,পার্ক,বস্তু ইত্যাদি বাদেও ,সমাজ জীবন/ আচার আচরন ও কিন্তু একটা দেখার বিষয় বটে, আমার আবার সেই জিনিসটাই দেখতে ভাল লাগে। চোখে যা ধরা পড়ল তার মধ্যে ১০টি জিনিস তুলে ধরিঃ
১। এরা পুরা সপ্তাহ ধরে কুত্তার মতো কাজ, করে আর শুক্র/শনিবার রাতে ধুমায়া এনজয় করে। রবিবার ছুটি কাটায়,রাতে প্রোপার ঘুমায় এবং সোমবার থেকে আবার শুরু করে।
ভালোই জিনিসটা,খারাপ না।
২। শনিবার রাতে দল বাইন্ধা সব ক্লাব/বারে যায়। মেয়েরা স্টাইলিশ এবং যথাসম্ভব সংক্ষিপ্ত ড্রেস পরে বের হয় আর ছেলেরা যথা সম্ভব শরীর ঢেকে রাখার চেষ্টা করে।
৩।
ট্রাফিক সিস্টেমটা চমৎকার। কোথাও লেট হওয়ার সুযোগ নাই (ব্যাতিক্রম ছাড়া)।
৪। খাবার দাবারের দাম আমার মতো ভেতো বাংগালির কল্পনার বাইরে। উদাহরন স্বরুপঃ ২৫০ গ্রাম শিমের(সবজি) দাম ২ পাউন্ড(২x১৪০=২৮০টাকা) ।
কাপড়ের দাম সবচেয়ে বেশি। ১৫পাউন্ডের নিচে কোন প্যান্ট নাই। দাম দেইখা চুপসায়া গেসি !
৫। ফরেনারদেরকে ( বিশেষ করে আমাদের মতো কালো/বাদামি চামড়ার) আন্ডার এস্টিমেট করে। নিজেরা একটু সুপিরিয়রিটি কমপ্লেক্সে ভোগে।
৬। সাধারনত ইংলিশ ছবি-টবি দেখে আমরা যা ধারনা করি তেমনটা মোটেই না। এদের মধ্যেও ছেলে-মেয়ে মেলামেশার ক্ষেত্রে একটা কেমনজানি কনজারভেটিভনেস/নীতিবোধ আছে ( কিছু ব্যাতিক্রম ছাড়া)। আমরা যেমন ভাবি যে অইখানে বোধহয় যে যারে পাইতেসে তার সাথেই চইলা যাইতেসে। ব্যাপারটা মোটেও সেরকম না।
বুজতে হবে!
৭। টাকাওয়ালা/ বড়লোক ছাড়া বাকি সবাই খুবই হিসাবি।
৮। প্রচন্ড মেকি ভদ্রতা তাদের।
৯।
অনেক ফুলের গাছ আছে। ওরা বেশ ফুল ভালোবাসে বুঝলাম। প্রত্যেকটা বাড়ির সামনে একটা না একটা ফুলের গাছ অবশ্যই থাকবে। ইভেন রাস্তার পাশে লাম্পপোস্টের গায়ে লাগানো ফুলের গাছে অসম্ভব সুন্দর সুন্দর ফুল ফুটে থাকে। কেউ ছেড়ে না আমাদের দেশের মতো ।
১০। আমি সবচেয়ে আশ্চর্য হইছি ওই দেশেও আমাদের দেশের মতো সূর্য দেখা যায়, ওইখানেও নীল আকাশে সাদা মেঘ দেখা যায়। আমি চমকায় গেসিলাম। আরে এই সেইম দৃশ্য তো আমার বংগদেশেও আছে!!!তবে ওইখানকার লোকজন ছুটির দিনে ছুটি কাটাতে জানলেও নীল আকাশে সাদা মেঘের সৌন্দর্যটা যে দেখতে জানেনা – এইটা আমি শিওর।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।