আমাদের কথা খুঁজে নিন

   

অন্তরীক্ষে বিষাক্ত নীলিমা !

পরিবর্তনের জন্য লেখালেখি

অন্তরে মোহর পড়েছে আজ বলে দিয়েছো , " কবিতা লেখা বাদ দাও , ইমন । শুধু শুধু সময় নষ্ট না করে লেখো মুক্তিযুদ্ধের কথন। " সেই থেকে শুধু শুধু সময় নষ্ট করি না আর মুক্তিযুদ্ধকে যারা এড়ায় তারা শুয়োর , ষন্ড ! মুক্তিযোদ্ধার মেয়ে , দায়িত্ব আছে না আমার ? কলম খোঁজে মুখোশের পিছনে কে রাজাকার , ভন্ড । বেশ করে গালি দিয়ে তাড়াই শব্দ ভ্রমর প্রজাপতি কিংবা বিকালের এক মুঠো রোদের মত কাল কেউটে অথবা নুপূর বৃষ্টির মত হঠাৎ মনে পড়া আঁচল ছেড়া কাফনের স্বর । দুই একটা গানের কলি হারানো দুপুর আমার ঘরের পেছনে শুকিয়ে যাওয়া পুকুর দাঁড়ানো আমগাছটার তলা দিয়ে পানির কল "একটুও দেখিনি" ভাবে আমার সব দেখার ছল দাদীর শুকাতে দেওয়া আমের আচার আখের ক্ষেত , তেউড়ি চুরির নাজুক বিচার হোসনাদের বাড়ি ঘেষে দেয়াল ফেলে খড়ের গাদা , লাল শাক , টমেটো খেলে শামসু বাড়ির ধানি জমি , চাচার বাঁশি পুষ্প আপার অকালে অবাক ফোকলা হাসি হাতেম খালুর নিকোনো উঠোন , পাটের আঁটি রাশিদাবুর ধোয়া শাড়ি , পরিপাটি । এই সব নষ্ট সময়ে মনে পড়ে , মনে করে কবিতা নয় ,আমার ভালোবাসারা যাচ্ছে ঝরে কবিতা ? না তো ! আয়না কাঁচ । ( বুকের ভিতর এক টুকরো মাতৃভূমি নিস্যন্দ নিশীথে ঝরে অতীতের আয়নায় ) [wjsK= Click This Link কোন নাম দিও না

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।