পরিবর্তনের জন্য লেখালেখি
জামায়াত শিবির রাজাকার আর তাদের ছানাপোনারা ব্লগ এর টুটি টিপে ধরতে চায় । এক সময় মনে হতো , ঠিক আছে , এইটা মুক্ত প্লাটফর্ম । ম্যাতকার করুক । আমরা সাধারন দেশ প্রেমিক ব্লগাররা তাদের নিশ্চয়ই প্রতিহত করবো । তাদের ম্যাতকারে কান না দিয়ে বাংলাদেশের সঠিক ইতিহাস , চিত্র , বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরলেই হবে ।
কিন্তু না । এখন তো ব্লগ শুধু না, বাচচার দুধের বোতল , গরীবের ভাত , মধ্যবিত্তের গামছা - সব ধইরা টান দিসে রে ভাই !
ব্লগ তো ব্লগ , আমার প্রিয় বাংলাদেশ ধরে টান দিসে । আর তো চুপ করে থাকা যায় না ! সব খানে প্রতিবাদ প্রতিরোধ চাই । ব্লগেও । ব্লগের বাইরেও ।
বিনা যুদ্ধে নাহি দিবো সুচাগ্র মেদিনী ।
জামায়াত শিবির রাজাকার -
১। বাংলাদেশের শুরু থেকেই বাংলাদেশের স্বাধীনতা এবং সাধারন মানুষের জনগনের চাওয়া পাওয়ার বিরুদ্ধে । পড়ে দেখেন ইতিহাস , এই বদমাশ গুলা কোন দিন জনগনের চাওয়া পাওয়ার সাথে ছিলো না । এদের শুরু বিদেশের টাকা খেয়ে ।
তারপর ৪৭ এ পাকিস্তানের বিরোধীতা করে ( ইয়া মাবুদ , এইটাও এক খান রঙ্গ বটে ) পাকিস্তানে ব্যান ছিলো মওদুদী ( তখন নিখিল ভারতের সাধারন মুসলমান জনগনের দাবী একটা ভিন্ন দেশ ছিলো বৈকি যার বিরোধিতা করে জামায়াত এ ইসলামী ) । আবার এই দলই ৭১ এ এসে নির্যাতিত মানুষের প্রানের দাবী বাঙ্গালির স্বাধীনতা এর তীব্র বিরোধিতা করেছে ।
মুক্তিবাহিনীর যোদ্ধাদের খুন করেছে বা করতে সাহায্য করেছে ।
নারী , শিশু ধর্ষন , হত্যা এবং পাকিস্তানী সৈন্যদের হাতে তুলে দিয়েছে । নিরপরাধ মানুষদের বাড়ি , ঘর , অর্থ সম্পদ লুট করেছে ।
হিন্দু এবং অন্য ধর্মের মানুষদের উপর অকথ্য নির্যাতন করেছে । আপনার আমার মা বোনদের গনিমতের মাল আর বাবা , ভাই , চাচাদের লাশ বানিয়েছে ।
আজকের বাংলাদেশে , আমাদের কিছু ভুলের কারনে আজ এরা রাষ্ট্র শাসনের ক্ষমতার দিকে হাত বাড়িয়েছে ।
ভাই ও বোনেরা , এ আমাদের অস্তিত্বের লড়াই । এই নির্বাচনে আমাদের রক্ষা করার জন্য কোন দলই অবশিষ্ট নেই ।
আপনি আওয়ামী লীগ, না বি এন পি , নাকি জাতীয় পার্টি না জাসদ -- কিচ্ছু যায় আসে না । আমরা সবাই জানি , বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাসী এমন কি কোন চরম দুর্নীতিবাজ দলও যদি নির্বাচনে থাকে , তাহলে জামাত কোন ভোট পাবে না । তাই কোন এক সূক্ষ্ম কারসাজিতে বাংলাদেশের রাজনৈতিক মাঠে কেউ নেই । জামাত ছাড়া । কোন নেতা নেই , নেত্রী নেই ।
আমাদের রক্ষা করার কেউ নাই , আমরা ছাড়া ।
আপনি যদি রাজনীতি পছন্দ নাও করেন , তাও এই একটা বার জেগে উঠুন । দেশ বেদখল হয়ে গেছে ভাই ও বোনেরা , রুখে দাঁড়ান । আর বারের মত চুপ করে , অভিমান ভরে মুখ বুঁজে থাকলে হবে না ।
আওয়াজ তুলুন ঃ
আগামী নির্বাচনে যুদ্ধাপরাধীদের দল , বাংলাদেশের স্বাধীনতা বিরোধী দল, ধর্মের নামে সাধারন অশিক্ষিত মানুষদের টাকায় ব্যবসা করা দল , শান্তির নামে দেশ জুড়ে বোমাবাজি আর রাজনৈতিক হত্যাকারী দল জামাত শিবিরকে নির্বাচনে নিষিদ্ধ ঘোষনা করা হোক ।
সাধারন ব্লগারদের সম্মিলিত প্রতিবাদকে সালাম !
দিনের শেষে সাধারন মানুষের এই যুথবদ্ধ হওয়াটাই পরিবর্তন আনে ।
দুনিয়ার বাঙালি এক হও ।
জামায়াত -শিবির ঠেকাও ।
বাংলাদেশ বাঁচাও!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।