আমাদের কথা খুঁজে নিন

   

ভূমিকা রচনা - আমার আত্মজৈবনিক কথা (নিধিরাম সর্দার ০১)



আপনাদের এই জনমঞ্চে আমি নিতান্তই নগণ্য মানবসন্তান। অল্প কয়েকদিন আপনাদের মূল্যবান রচনাসমূহে নিজের মত ব্যক্ত করবার পর আমাকে নিজের রচিত ছাইপাশ প্রকাশ করার অনুমতি দেয়া হয়েছে। আমি নিদারুণভাবে কৃতজ্ঞ। এই স্থানে অনেকেই গল্প লিখে থাকেন, কেউ বা রচনা করেন কবিতা। আবার কলহ-বিবাদ অথবা সহযাত্রীদের রচনাকে ব্যঙ্গ করে রম্যরচনাও লক্ষ করা যায়। আমি গল্প-কবিতা-রম্যের ভক্ত, শুধুমাত্র সেই কারণে আপনাদের সাথে পথ চলার মনস্থ করেছি। অন্তর্জাল মাধ্যম টি অত্যন্ত শক্তিশালী ও মুহূর্তের মধ্যে জগত-বিজগতে নিজের কথা পৌঁছে যায় - এই বৈশিষ্ট্যটি আমাকে মুগ্ধ করে। ভূমিকা লেখায় আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।