অতীতকে নিয়ে নস্টালজিক হতে ভালোবাসি, ভবিষ্যতের স্বপ্ন দেখতেও।
পরীক্ষার আর ঠিক ষোল দিন আছে। আজ স্কুলে যাই নি, তাই বসে বসে ইতিহাসের জন্য নোট করা শেষ করলাম। আরও আগেই করার কথা ছিলো, কিন্তু যে মেয়ে দিনে আধঘন্টাও এক টেবিলে বসে থাকতে পারে না, তার পক্ষে এইটাই বিরাট ব্যাপার!
ফেসবুকে একটা নতুন গ্রুপে ঢুকলাম, "I was doing homework, then I ended up in facebook" - এটা মনে হয় আমার জন্যই তৈরি করা! পড়াশুনা জিনিসটা ফেসবুকের মতো এ্যডিক্টিভ হলে কতো ভালো হতো!
যাই হোক স্কুলে না যাওয়ার কারন ফেসবুক নয়, পড়াশুনাও নয় - বাসায় আছি প্রচন্ড গলা ব্যথার জন্য। কাল থেকেই খুব গলা ব্যথা, মনে হচ্ছে যেন ঐ জায়গাটা কেও চেপে ধরে আছে।
গিলতে গেলে চেহারা বিকৃতি হয়ে যাচ্ছে। এর কারন অবশ্য একটাই, মার কথা শুনি নি, অন্তত: তাই বলা হচ্ছে আমাকে গত চব্বিশ ঘন্টা ধরে।
ঘটনা হচ্ছে, পরশু রাতে খুব বৃষ্টি হয়েছে, তাই কাল সকালেও শীত-শীত ভাব ছিলো। রাতে বেশ কয়েকবার ঘুম ভেঙে যাওয়ার কারনে সকালে উঠতে একটু দেরি (হুম... হয়তো অনেক!) হয়েছে গিয়েছে। তাড়াহুড়ো করে এক হাতে ইউনিফর্ম পরতে পরতে আরেক হাতে ব্যাগে বইখাতা ঠেসে দৌড়ে বের হতে হলো।
মা বলছিলো গরম কাপড় পরে নিতে, হায়রে, কেন যে শুনলাম না!
ভাগ্য ভালো, বাস প্রায় দরজার সামনেই দাড়িয়ে ছিলো। ইহার নাম মিরাকল, কারন এই যে, দশ মিনিটে ঘুম থেকে উঠে, রেডি হয়ে, বাস ধরে, ট্রেন ধরে, ঠিক সময়ে স্কুলে যাওয়া আমার জন্য অসম্ভবের কাছাকাছি। আরও আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে, এতোদিন আমার বাস পাস খুঁজে পাচ্ছিলাম না। পরশুই একটা গল্পের বই খুঁজতে গিয়ে পেয়ে গেলাম! বাস পাস না থাকলে কালকে পনের মিনিট হেটে ট্রেন স্টেশনে যেতে হতো... ইয়েস, নির্ঘাত লেট হতো!
কালকে একভাবে পার পেয়ে গিয়েছি, তবে মার কথা না শোনার দাম দিতে হচ্ছে এখন। সবসময়েই হয়, কিন্তু দাম মেটানোর একটু পরেই আবার ভুলে যাই।
যেমন, মা সারাক্ষন বলছে শেষ মুহূর্তের জন্য কোন কাজ ফেলে না রাখতে, তবুও পড়াশুনাটা কিভাবে জানি এখনও হয় নি, দু'সপ্তাহ পরে স্কুল সার্টিফিকেট নিয়েও। আমার মার ব্যাপারে আরও অনেক মিরাকল আছে যেগুলো নিজেরাই পুরো একটা পোস্ট ভরে ফেলতে পারে। এখানে আটানো যাবে না।
ওকে, ব্রেক শেষ, হচপচে করা মশলা-লেবু চাও শেষ, এখন ভূগোল পড়তে যাই। আরবান গ্রোথ এ্যন্ড ডিক্লাইন... কি ইন্টারেস্টিং!
বি.দ্র: লেখাটা যেমন স্ট্রেস রিলিফ করার জন্য লিখলাম, ছবিটাও একই কারনে নষ্ট করলাম।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।