আমাদের কথা খুঁজে নিন

   

জানতে চাই - এটা সু-প্রচার না কি অপপ্রচার?

যুদ্ধাপরাধীর বিচার ও জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার দাবী করছি

ব্লগে একজন ব্লগার বেশ সক্রিয়তার সাথে একে একে জামাত সম্পর্কিত পোস্টগুলির কাউন্টার পোস্ট দিচ্ছেন। উনি আমাদের কুপ্রচার সম্পর্কে সতর্ক করে দিচ্ছেন। এখন প্রশ্ন হলো মনিটরের ব্লগ-১০১ কোর্সে কুপ্রচার/সুপ্রচারের সুস্পস্ট সংগা না পেয়ে সবার স্মরাপন্ন হচ্ছি। ------------------- জনাব ব্লগার আমাদের জানাচ্ছেন - (এই পোস্টে) এই জন্য জনকন্ঠ বা যে সোর্স থেকে এই রেকর্ড দেয়া হয়েছে তা নির্ভরযোগ্য নয়। এটি জনকন্ঠ পত্রিকার আরেকটি প্রপাগান্ডা।

এই জন্য পত্রিকাটি শুরুতে জনপ্রিয় হলেও, এখন আর নেই। যদিও সবসময়ই এটি প্রচার সংখ্যায় শীর্ষে! উল্লেখ্য, এই পত্রিকার সম্পাদক এখন ভারতের দালালী, দুর্নীতি, ও দেশদ্রোহী কাজের জন্য বিচারের সম্মুখীন। --------------- আমি গত কয়েকদিন যাবত উনাকে উপরের প্রচারের সুত্রটা জানতে চেয়েছি। কিন্তু ভাবে সাবে মনে হচ্ছে উনি এই বিষয়ে বাতচিতে আগ্রহী নন। কিন্তু একজন ভাল ব্লগার হওয়ার বাসনায় আমি জানতে চাই...উপরে প্রচারটি কি সুপ্রচার না কু-প্রচার? পাঠক, দয়া করে জানান।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.