আওয়াজ উঠতে হবে, আওয়াজ উঠছে
কার প্রতি তোমার অভিযোগ, হে বাক্য?
তুমি তো শব্দর উপহার?
শব্দ, তুমি অক্ষরের তাবেদার।
ভালবাসার কিছু অভিযোগ ছিল উপক্ষোর প্রতি
ভাললাগার ছিল কিছু অভিযোগ ঘৃণার প্রতি।
ছিল শ্রদ্ধার সাথে কিছু মমতার অভিযোগ? হায়!
কিন্তু এ সকলই তো একে অপরের যোগাযোগ?
এক হাতে নাও দাও অন্য হাতে?
দান ফিরে আসে ফিরে আবারও দানেরই হাতে। তবে
তবে কেন তোমার অভিযোগ থানার পাতায়?
তবে কেন তোমার অভিযোগ গরম মাথায়?
ভালবাসার স্বাক্ষর থাকে ভালবাসার ভাঁজে ভাঁজে
প্রেয়সীর প্রেম ছড়ানো প্রিয়র সকল কাজে । তাই
যার ঘাটতি প্রেমে, যার কমতি শ্রদ্ধায়
তাদেরই অভিযোগ, মামলার পশরা সাজায়। সুতারং
অভিযোগের পালে দিয়ে ভালবাসার দিয়াশলাই কাঠি
তুচ্ছতার, উপক্ষোর তালায় দিয়ে দানের চাবি। আসুন
একটি স্বচ্ছতার, নির্মল সমাজের ছবি আঁকি। সুখে থাকি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।