আমাদের কথা খুঁজে নিন

   

আমি নিরাপদ ব্লগার: ঢোল বাজাই তবে

আমি এখন নিরাপদ ব্লগার! আমার কোনো বিপদ-আপদ হবে না অথবা আমিও কারো জন্য বিপদজনক হব না। ভাবতে বড়ই মধুময় লাগছে । ধন্যবাদ সামু। আসলে আমি কে বা কেমন আর এখানেই বা কি করতে চাই সে সম্পর্কে একটু ঢাক-ঢোল পেটাতে হাজির হলাম। আমি সহজ সরল স্কুল টিচার।

রাজধানী শহরে প্রায় দুই যুগ তবুও অরিজিনালি গাঁওগেরামের মানুষ; স্বভাবে এখনও পুরাপুরি গাঁইয়াই রয়ে গেছি। চাইল ডাইল মাছ তরকারির অভাব এ শহরে কখনো দেখি নাই কিন্তু আমার বিশেষ পোষায় না; সপ্তাহে পক্ষে বা মাসে হলেও প্রায় সময়ই গৈ-গেরাম থেকেই ব্যাগ বস্তা বোঝাই করে ওগুলা আনি, খাই দাই বাঁচি। বিশ্বাস করি জীবন আনন্দময়। জগৎ সংসার জীবনের ছোট ছোট ভালো লাগা গুলোই প্রেরণা দেয় সদানন্দময় জীবন যাপণের। দেখাশুনা জানাজানির গণ্ডিও স্বল্প।

ওইটুকুন পরিসরেই পাতা মনের জালে নিত্য যা কিছু আটকায় তারি কিছু কিছু চিহ্ন রেখে যেতে চাই এই মহা অন্তর্জালে। সকলের সহযোগিতা সহমর্মিতা বন্ধুতার জন্য অনুনয় রইল। অবশ্য আমি ব্লগ খুলেই প্রথম পোস্টটাতে ও একটু বুদ্ধি পরামর্শ চাইছিলাম নিকটা ঠিক করা যায় কি না সে ব্যাপারে দেখলাম নোবডি রিপ্লাইড। যাক ব্যাপার না। আশাহত হই না।

একটু আগে ঢাকঢোল পেটানোর যে কথা বলছিলাম আসলে আহামরি কিছু না। এই যেমন যখন রাজনীতির মাঠ চরম গরম, মাঠে ময়দানে রাজপথে মিডিয়ায় নেটে চ্যাটে ব্লগে সুনামি চলবে আমি তখন হয়ত আমার একটা প্রিয় গান নিয়ে গুনগুনানি পোস্ট দিয়ে দিলাম। আবার নির্যাতন, খুন, ধর্ষণ এসবের প্রতিবাদে প্রতিকারে যখন চারদিক বিক্ষুব্ধ হয়ে ওঠবে আমি তখন একটি কিশোর প্রেমের গল্প বা মনে পড়ে সেই দুটি চোখ এ জাতীয় পোস্ট দিয়ে বসে বসে মুচকি হাসলাম। কিংবা কোনো মানবিক আবেদনে কারো জীবন বাঁচাতে, কাউকে বিপদ থেকে উদ্ধার করতে চারদিকে সবাই ঝাঁপিয়ে পড়ছে যখন আমি তখন স্মৃতির পাতায় খুঁজবো কোনো হারানো বন্ধুর মুখ নয় ত ফেসবুকের বন্ধুদের গুণকীর্তন করে একটা পোস্ট দিয়ে দিলাম। উৎসবে অনুষ্ঠানে মিনারে মন্দিরে মসজিদে আনন্দ শ্রদ্ধায় উৎসর্গে উৎফুল্ল উদ্বেলিত হওয়ার মওসুম হলে আমি লিখবো ফুল পাখি লতা পাতা শিশুর হাসি এসব নিয়ে।

আমার ব্লগিং চলবে ইত্যাদি রকমের এই আর কি। **ও লেখায় মার্জিন ঠিকঠাক করার উপায় দেখতেছিনা যে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.