আমাদের কথা খুঁজে নিন

   

ধাঁধাঁ: কেন এমনটি হয়েছিলো?

নতুন পৃথিবীতে সবাইকে স্বাগমতম!

আমার খুব মজার একটি অভিজ্ঞতা রয়েছে। একটি দাওয়াতে খাওয়া শেষ করে পানি খেতে গিয়েছি। টেবিলে একটি ঠান্ডা পানির বোতল, একটি খালি গ্লাস ও একটি পানির জগ। ভাবলাম নরমাল পানির সাথে ঠান্ডা পানিটা মিশিয়ে খাই। গ্লাসের তিন ভাগের দুই ভাগ জগের পানি আর এক ভাগ বোতলের ঠান্ডা পানি মিশিয়ে পানি খাওয়া শুরু করলাম। খেতেই গিয়েই তীব্র ধাক্কা খেলাম! ও মা, এতো ঠান্ডা কেন? অর্ধেকটা পানি ফেলে দিয়ে আবার জগের পানি ভরলাম। কী আশ্চর্য; পরের বারও একই অবস্থা! একইভাবে আবার চেষ্টা করলাম এবং দি রেসাল্ট ইজ সেম! কেউ কি বলতে পারবেন, কেন এমনটি হচ্চিলো? (খু-উ-ব সহজ)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।