হেথায় কিছু লিখব বলে চায় যে আমার মন, নাই বা লেখার থাকল প্রয়োজন!
নিচে কালিদাস পন্ডিতের দুইটি ধাঁধাঁ দেওয়া হল। দ্বিতীয় খুবই সহজ - ক্লাস সিক্সে পড়ার সময় এটা আমি প্রথম শুনি এবং সাথে সাথেই উত্তর দিয়ে দেই। কিন্তু প্রথমটা দ্বিতীয়টার মতো এত সহজ নয়। অন্তত আমার উর্বর (!) মস্তিষ্কের পক্ষে এর উত্তর বের করতে যথেষ্ট সময় লেগেছে। তারপরেও যে উত্তরটা আমার মাথায় এসেছে, সেটাই সঠিক কিনা বুঝার উপায় নেই। কারণ এটা একটা বইয়ে পড়েছিলাম, যার উত্তরের অংশটা ছেঁড়া ছিল। কাজেই আপনারাই বলুন এর আসল উত্তর কি হবে?
কালিদাসীয় ধাঁধাঁ 01
কহেন কবি কালিদাস হেঁয়ালির ছন্দ -
জানালে দিয়ে ঘর পালাল, গৃহস্থ রইল বন্ধ।
কালিদাসীয় ধাঁধাঁ 02
কালিদাস পন্ডিতের ফাঁকি -
আড়াইশো থেকে পাঁচপঞ্চাশ গেলে কত থাকে বাকি?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।