আমাদের কথা খুঁজে নিন

   

বলের ধাঁধাঁ - সোজা ধাঁধাঁ - বলুন দেখি

ভাঙ্গতে পারবে না আমি ভঙ্গুর নই। ছুঁতে পারবে না কভু যদি ক্ষিপ্র হই। আপনাকে তিনটি ব্যাগ দেয়া হলো। প্রতিটি ব্যাগে ৩টি করে বল আছে। ব্যাগ তিনটিতে বলের রঙ যথাক্রমে WWW, BMW & BBC. কি মাথা কি আউলিয়ে গেল? এগুলো আবার বল রঙ হয় কি করে? WWW = World Wide Web, BBC = British Broadcasting Corporation, BMW = Bavarian Motor Works. মাথায় নিশ্চয় এগুলো ঘুরপাক শুরু করেছে? না ওগুলো না, এগুলো: W for White, B for Black, M for Maroon & C for Chocolate color. তারমানে প্রথম ব্যাগে তিনটি সাদা, দ্বিতীয় ব্যাগে একটি মেরূন একটি কালো ও একটি সাদা, এবং তৃতীয় ব্যাগে দুটি কালো ও একটি চকলেট রঙের বল আছে।

আপনি আন্দাজে যেকোন একটি ব্যাগ নিলেন এবং একটি বল তুললেন। দেখলেন বলটির রঙ সাদা। একই ব্যাগে, এখন আরেকটি বল আপনি তুলতে যাচ্ছেন, দ্বিতীয় বলটি সাদা হওয়ার সম্ভবনা (Probability) কতটুকু? এবং কিভাবে? সবাই শুধু ধাঁধাঁ দেয়, আর আমি মাথা ঘামাই, আজকে আমি দিয়েছি, বইয়া বইয়া মজা দেহনের লাইগা। বেশি কঠিন দিলে সবাই মাথা না ঘামিয়ে গার্ল/বয় ফ্রেন্ডের সাথে কথাবলাকেই গুরুত্বপূর্ণ কাজ মনে করে , তাই সোজা দিয়েছি ধাঁধাঁটি। কারো যদি সলভ করার ইচ্ছা থাকে তাহলে ২৯ নং এর পরের কমেন্টগুলি পড়বেন না।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.