নতুন পৃথিবীতে সবাইকে স্বাগমতম!
ডিকেক্টিভ চরিত্র শার্লক হোমসের লেখক স্যার আর্থার কোনান ডয়েল অনেকদিন ইটালি আর দক্ষিণ ফ্রান্সে কাটিয়ে প্যারিসে এসেছেন। ট্রেন স্টেশনে ট্যাক্সির দিকে এগিয়ে যেতেই ড্রাইভার দরজা খুলে বললো- গুড মর্নিং মিস্টার ডয়েল।
কোনান ডয়েল আশ্চর্য হয়ে বললেন- তুমি কি আমাকে চেনো?
ট্যাক্সি ড্রাইভার হেসে বললো- না। কিন্তু পত্রিকায় পড়েছি যে, আপনি ইটালি আর দক্ষিণ ফ্রান্সে বেড়িয়ে প্যারিসে আসবেন। আপনার চেহারা দেখলেই বোঝা যায় যে, আপনি একজন ইংরেজ অ্যারিস্টোক্র্যাট।
তারপর দেখছি, আপনি কিছুদিন আগেই চুল কাটিয়েছেন; এই ধরণের ছাঁট একমাত্র ইটালির সেলুনগুলিই দেয়। আপনার গায়ের রঙও রোদে পুড়ে বাদামী হয়েছে; দক্ষিণ ফ্রান্সে কিছুদিন বেড়ালে সেটা হওয়া সম্ভব। আর এই সময়েই দক্ষিণ ফ্রান্স থেকে একটা ট্রেন প্যারিসে আসে। এই সব মিলিয়ে মনে হলো- আপনিই কোনান ডয়েল।
কোনান ডয়েল মুগ্ধ হয়ে বললেন- বলো কি! তুমি তো দেখছি শার্লক হোমসকেও হার মানালে!
গাড়ি স্টার্ট দিতে দিতে মুচকি হেসে ড্রাইভার বললো- আরেকটা ছোটখাটো জিনিসের উপরও অবশ্য আমার নজর পড়েছিলো; আপনার ব্যাগটি, যার উপর আপনার নাম লেখা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।