যুদ্ধাপরাধীদের বিচার চাই । কাদঁতে আসিনি ফাসিঁ দাবী নিয়ে এসেছি ।
প্লিজ বিভ্রান্ত হবেন নাঃ আবৃত্তিকার শিমুল মুস্তাফা নয় শিমুল মাসুদ নামের একজন কবি চলে গেছেন । মৃত্যু সবসময়ই বেদনার । আমি দয়া করে মহফুজ মেহেদীর সংবাদটি শুধরে দেয়ার আহবান করছি । বোধহয় কবি শিমুল আর আবৃত্তিকার শিমুল মুস্তাফা তিনি গুলিয়ে ফেলেছেন । তবে এমন সংবাদ ব্লগে দেবার আগে শিওর হয়ে নেয়া দরকার ছিল ।
শিমুল মুস্তাফা দিব্যি আছেন আর আমাদের প্রত্যাশা তিনি আরো অনেকদিন আরো অনেক কবিতার আবৃত্তি আমাদের শুনাবেন ।
আবৃত্তিকার শিমুল মুস্তাফার দীর্ঘায়ু কামনা করছি আর শিমুল নামের যে কবি আমাদের ছেড়ে গেছেন তার আত্মার শান্তি ও মঙ্গল কামনা করছি ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।