আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগ সংগীত রচনাঃ লাল সাঁই

দিলের দরজা ২৪/৭ খুইলা রাখি মাছি বসে মানুষ বসে না। মানুষ খালি উড়াল পারে! এক দিন আমি ও দিমু উড়াল, নিজের পায়ে নিজে মাইরা কুড়াল...

সুধী, ব্লগে আমার বয়েস এক মাসের চেয়েও কিছু কম। এ কয়দিনে এই কাননে আসিয়া আমার আহার-নিদ্রা সকলই ফুটিয়াছে। আনন্দ লাভের পাশাপাশি দুঃখ ও হইয়াছে এ্যতো বড় একটি ব্লগরাষ্ট্রের কোন জাতীয় সংগীত নাই দেখিতে পাইয়া! পাছে আসমান হইতে সর্টকাটে অসিয়া রবীন্দ্রনাথা ঠাকুর পরপর তিন তিনটি রাষ্ট্রের জাতীয় সংগীত লিখিবার কৃতিত্ব লাভ করিয়া বসেন এই কারনে নিজের সকল গদ্য-পদ্য-চলচ্চিত্রের প্রতিভা(!) ঘাটা ঘাটি করিয়া এ ব্লগ জাতির জন্য এক খানা ব্লগ জাতীয় সংগীত রচনা করিয়াছি। আপনাদের সুবিবেচনার জন্য যা এক্ষনে পোষ্ট করিলাম।

বিচারের ভার সম্পূর্ণই আপনাদের। ব্লগ সংগীত রচনাঃ লাল সাঁই এই ব্লগ তোমার আমার এই রাত ঘুম হারাবার শুধু ক'জনে... এই ব্লগ কীবোর্ড টিপনের... তুমি তর্ক আমি তর্ক তাই তাল গাছটা শুধু অমার চাই ফালতু কথনে... এই ব্লগ বাংলা লিখিবার এই মন ঝগরা করিবার কুহু কু-জনে... এই যন্ত্রনা ঘুম হারাবার কীবোর্ড আর সাম হোয়্যার শুধু ঝিমানের... এই ব্লগ তোমার আমার... বি:দ্র: যেহেতু এটি একটি আসমানী(ভার্চুয়াল) রাষ্ট্র সেহেতু এই রাষ্ট্রের নাগরিকদের জন্য একখানা আসমানী কেতাব ও নাজেল হওয়া জরুরী বোধ করছি। আছেন কোন ব্লগইশ্বর থাকলে ওহি পোষ্ট করিয়াদেবেন, আমরা বুঝিয়া লইব। *রাত হারা, দিন হারা, ঘুম হারা পৃথিবীর তাবত ব্লগারদের জন্য; কেবল মাত্র ঘুমতাড়ানো বিনোদনের উদ্দেশ্যে প্রনোদিত। হ্যাপি ব্লগিং।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.