যুদ্ধাপরাধীদের বিচার চাই । কাদঁতে আসিনি ফাসিঁ দাবী নিয়ে এসেছি ।
ঈদ আর শারদীয় উৎসবের আমেজে মজে আছে দেশ । ছুটির আমেজের সেই প্রভাব পড়েছে ব্লগেও । কয়েকদিন ঢাকার বাহিরে থাকা আর ফিরে এসে বিরামহীন আরামের চোটে ব্লগেও বসা হয়না ।
বসা হয় বই কি কিন্তু লেখা হয়না । ব্লগে বেশ ক'দিন ধরে দেখছি একটি নিক , ইয়াসিন । পিতার খোজে ক্লান্তিহীনভাবে সে লিখে যাচ্ছে । বিষয়বস্তু ব্লগের জন্য নতুন নয় । ঘুরে ফিরে কিছুদিন পর পর এমন বিষয়গুলা ব্লগবাসীর সামনে হাজির হয় ।
মুড ভালো থাকলে সবাই মিলে ঝাপিয়ে পড়ে । সবাই নিজেদের অস্তিত্বের তাগিদেই হয়তো ।
জাতির পিতা কে ? আছে কি নাই , এ বিষয়ে ১৯৭৫ পরবর্তী সময়ে যখন মুক্তিযুদ্ধে পরাজিত শক্তি আবার নতুন রুপে হাজির হলো তাদেরই সৃষ্টি । যে কয়েকটি মূলনীতি নিয়ে বাঙালি ১৯৭১ এ এক হয়েছিল , যে শক্তির কাছে ধর্ম নিয়ে সুরসুরি দানেওয়ালা পরাস্থ হয়েছিল তারাই আমাদের সামগ্রিক ঐক্যকে ফাটল ধরানোর জন্য আমাদের বাংলাদেশী , ইসলামিক রাষ্ট্রের খৎনা দিয়ে বিভক্ত করার চেষ্টা করেছে ।
জাতির পিতা নিয়েও তারা নতুন ফর্মুলা দেবার চেষ্টা করেছে ।
সেই গং এর বুদ্ধিজীবিরা (সৈয়দ আলী আহসান থেকে আল মাহমুদ পর্যন্ত ) সিরাজদ্দৌলা এমনকি বখতিয়ার খলজিকে পর্যন্ত জাতির পিতা বানানোর অপচেষ্টা করেছে । যা সবসময় হাস্যকর হয়েছে । সেখানে ইয়াসিন তো কোন ছাই । ব্যপার না পিতৃহীন ইয়াসিন আপনি আপন মনে খুজতে থাকুন শেয়ষ পর্যন্ত মওদুদীকে আপনার পিতা হিসেবে পেয়ে যাবেন ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।