মুক্তিযুদ্ধের ৯ নম্বর সেক্টর কমান্ডার মেজর জলিল। একজন বীর মুক্তিযোদ্ধা। ৯ নম্বর সেক্টরে ওনার নেত্রিত্বেই যুদ্ধ করে মুক্তিবাহিনী। আচ্ছা মেজর জলিল সম্পকে' কি কেউ কিছু জানেন? মেজর জলিল কে যুদ্ধ শেষের কয়েকদিন পর বন্দী করা হয়। উনি বীরত্বপূন' অবদান রাখা সত্তেও কোন উপাধি পাননি।
মেজর জলিল এবং তাঁর সংগীরা ছিলেন স্বাধীন বাংলাদেশের প্রথম বন্দী। মেজর জলিল কে আটকে রাখা হয়েছিল খুলনা সাকি'ট হাউজে। এবং তাঁকে বন্দী করার কারণ ছিল নাকি জেনারেল ওসমানী এর সাথে তাঁর দন্দ। জেনারেল ওসমানী পছন্দ করতেন না মেজর জলিল কে কারণ জেনারেল এর ধারণা ছিল মেজর জলিল বেশী বুঝেন এবং তিনি সিনিয়রের কথা না শুনে নিজের সিদ্ধান্ত অনুযায়ী যুদ্ধ পরিচালনা করেছেন। যদি কেউ এ সম্পকে' কোন কিছু জানেন, আমাকে প্লীজ জানাবেন।
ভবিষ্যতে মেজর জলিল সম্পকে' বিস্তারিত লিখতে চাই কারণ তিনি একজন বীর এবং অবহেলিত মুক্তিযোদ্ধা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।