অপরাহ উইনফ্রে বিশ্বের অন্যতম প্রভাবশালী নারী। নয় বছর বয়সে যৌন নির্যাতনের শিকার হয়েছিলেন। অথচ জীবনের সাফল্যগাথায় তাকে ঠেকিয়ে রাখা যায়নি। টাইম ম্যাগাজিনে প্রকাশিত বিশ্বের ১০০ জন সর্বোচ্চ প্রভাবশালী মানুষের তালিকায় অপরাহ উইনফ্রে একমাত্র ব্যক্তি, যিনি টানা আটবার নির্বাচিত হয়েছেন, যেখানে প্রেসিডেন্ট বারাক ওবামা ও হিলারি ক্লিনটন নির্বাচিত হয়েছেন মাত্র পাঁচবার। তার দ্য অপরাহ উইনফ্রে শো আমেরিকার সবচেয়ে জনপ্রিয় টিভি অনুষ্ঠান।
তার বার্ষিক আয় প্রায় ২৬০ মিলিয়ন মার্কিন ডলার। তিনিই বিশ্বের প্রথম কষ্ণাঙ্গ বিলিওনিয়র। মাত্র ৩২ বছর বয়সেই তিনি মিলিওনিয়র হয়ে যান এবং ৪১ বছর বয়সে তার মোট সম্পদের পরিমাণ দাঁড়ায় ৩৪০ মিলিয়ন মার্কিন ডলার। অপরাহ উইনফ্রে তার নিজের সম্পাদনায় 'ও' ম্যাগাজিন প্রকাশের পর তিনি একজন শক্তিমান সাহিত্য সমালোচক হিসেবেও পরিচিতি পান। তার আরেকটি পরিচয় হলো তিনি একজন একাডেমী অ্যাওয়ার্ডে প্রাপ্ত অভিনেত্রী।
অপরাহ রেডিও নামে তার একটি রেডিও চ্যানেলও রয়েছে। বাবা-মা আলাদা ছিল। ফলে তার শৈশব ছিল দারিদ্র্য ও কষ্টে জর্জরিত। কৃষ্ণাঙ্গ এই আফ্রো-আমেরিকান নারীকে স্পিরিচ্যুয়াল আইকন মনে করা হয়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।