"You may like a situation which is not good for you And You may dislike a situation which is good for you." (Al- Quran) বিদেশে এরকম ঘটনা আমরা অনেকবার শুনেছি। যে তাদের কোন নাগরিক কোন কারণ ছাড়াই হঠাৎ করে কোন পাবলিক প্লেসে ঢুকে নির্বিচারে গুলি চালিয়ে অনেক নিরপরাধ মানুষ হত্যা করে ফেলেছে। কিন্তু পশ্চিমারা এ ধরণের ঘটনা বারবার ঘটা সত্ত্বেও তারা সমস্যার মূল কারণ খোঁজার ও তা বন্ধ করার কোন ব্যবস্থা নিচ্ছে না। যদি তারা নিত তবে এ ধরণের ঘটনা বারবার ঘটত না।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের কানেকটিকাটের একটি প্রাথমিক বিদ্যালয়ে যে ঘটনা ঘটল তাতে আমি উল্লেখ করার মত কয়েকটি জিনিস পেয়েছি।
একটি খুবই কদর্য আর সেটা হল ঘটনার নৃশংসতা। কিছু ফুলের মত সুন্দর শিশুকে কোন কারণ ছাড়াই জীবন দিতে হল।
আজকে এই শিশুগুলো যদি তাদের স্কুল বাস দুর্ঘটনায় মারা যেত কিংবা যে কোন ধরণের দুর্ঘটনা যা দৈবপাকে ঘটতে পারে এমন দুর্ঘটনায় মারা যেত তবে ফুলের মত শিশুহারা মা গুলোর শোক কোন একদিন হয়ত সেই মহান সত্তার স্মরণে স্তিমিত হয়ে যেত এই ভেবে যে তিনি ইচ্ছা করেছেন তাই তার শিশুকে নিয়ে গেছেন। কিন্তু যেভাবে তাদের শিশুগুলি মারা গেল এর জন্য তারা কী কোনদিন কোন সান্তনা পাবেন?
পাবেন তো নাইই বরং তাদেরই হলিউডে তৈরী করা “লিবার্টি স্ট্যান্ডস স্টীল” ছবির নায়ক ওয়েসলি স্নাইপসের মত এই শিশুগুলির অভিভাবকদের কেউ কেউ হয়ত বিদ্রোহী হয়ে যেতে পারেন। (যারা ছবিটা দেখেননি দেখতে পারেন।
এই ধরণের ঘটনার পরিপ্রেক্ষিতে কী রি-এ্যাকশান হতে পারে তার উপর ভিত্তি করে ছবিটি তৈরী করা হয়েছে)
স্যান্ডি হুক বিদ্যালয়ে হয়ত আরো অনেক শিশুর জীবন যেতে পারত যদি না কিছু শিক্ষিকা নিজেদের ঢাল বানিয়ে কিছু শিশুকে রক্ষা না করতেন। এই ঘটনায় একদিকে তাদের সামাজিক মূল্যবোধের দেউলিয়াত্ব অন্যদিকে শিক্ষিকাদের আত্নত্যাগ এটাই প্রমাণ করে তাদের দেশে কিছু অসাধারণ মূল্যবোধের চর্চাও হয়।
আমি বারাক ওবামার একজন ভক্ত। তার বক্তৃতা আমি মন্ত্রমনোমুগ্ধ হয়ে শুনি কিন্তু এ ঘটনায় তার বক্তব্য কেমন কেমন যেন লাগল।
আমেরিকার জনপ্রিয় উপস্থাপিকা অপরাহ উইনফ্রে আমেরিকার একতা বোঝাতে একটা বাক্য ব্যবহার করেন… “We are all one heart.”
আমি আমেরিকা কিংবা পৃথিবীর অন্যান্য ক্ষমতাশালী দেশের মধ্যে এমন একজন অপরাহ উইনফ্রে চাই যিনি শুধু আমেরিকার একতার জন্য বাক্যটি ব্যবহার করবেন না বরং সারা বিশ্বের মানুষের জন্যই ব্যবহার করবেন “We are All One Heart…”
--------------- ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।