আমাদের কথা খুঁজে নিন

   

মুসলিম বিরোধী মনোভাব সৃষ্টির জন্য অবশ্য মুসলমানরাই দায়ী

বলতে বলতে সবই বলা শেষ তবু...

শুনুন রাজাকার-মুক্তিযোদ্ধা ব্লুগাররা : মুসলিম বিরোধী মনোভাব সৃষ্টির জন্য অবশ্য মুসলমানরাই দায়ী। তারা ধর্মের ফোকাস হারিয়ে ফেলে, বাহ্যিক বলতে গেলে একেবারে অসার অমূল্য আচারকে অধিকতর গুরুত্ব দিয়ে পালন ও প্রচার করছে। মুসলমানরা যখন নিজেরাই তাদের ধর্ম গ্রন্থে বর্ণিত বাণী পালন করে না, শিক্ষা গ্রহণ করে না, তখন যারা ইসলাম ধর্মাবলম্বী নয়, যারা ইসলামের বন্ধু নয়, যারা নাস্তিক, তাদের ওপর ইসলাম বিরোধী হওয়ার দোষারোপ করবো কেন? মুসলমান কি মানে তাদের ধর্ম গ্রন্থে বর্ণিত বাণীঃ ---- বলো উহাদের বিশ্বাস নাহি যাহাদের। করি না ইবাদ- আমি তাহার কর ইবাদ- তুমি যাহার। তুমিও করিবে না উপাসনা তাহার আমি করি উপাসনা যাহার।

আমিও করিব না পূজা তাহার তুমি পূজা কর যে যাহার তুমিও করিবে না বন্দনা তাহার আমি করি বন্দনা যাহার। তুমি চলো তোমার ধর্ম পথে আমিও চলি আমার ধর্ম পথে। --- কেউ মানুক আর না মানুক - ব্যক্তিগত ভাবে আমি নিজে মানলেই আমি খুশী। গান গাইতে জানি না। তবু ‌‌'নিজের' ছোট্ট ঘরে গুন গুন করে উঠলাম - 'তোর ডাক শুনে যদি কেউ না আসে তবে একলা চলোরে'।

গাছের পাতা যদি কারো দৃষ্টি থেকে বিস্তীর্ণ আকাশকে ঢেকে রাখে, সূর্য কিরণ যদি হিম্রতা দূরীকরণে অপারগ হয়, তাতে কি, একলা চলোরে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.