তখন সবে মাত্র ইউনিভারসিটিতে কম্পিউটা সাইস্নে ভর্তি হয়ে আমরা বার জন এক সিনিয়র ভাইয়ের সাথে একটা মেসে উঠেছি। পুরা বাসায় মাত্র একটা পিসি। আমরা কেউ তেমন ভাল পিসি অপারেট করতে পারতাম না। আর আমাদের সেই সিনিয়র ভাই ও ঠিক মত গান, মুভি দেখতে দিত না আবার পিসির বায়সে password দিয়ে রাখত। ত এইটা নিয়ে সবার মাঝেই একটা চাপা রাগ ছিল। একদিন আমাদের মুভি ম্যানেজার সোহেল একটা সিডি আনল, সবাই গেলাম মুভি দেখতে, কিন্তু রমন ভাই রুমে নাই। আমরা খোজ করতে লাগলাম কেউ password জানে কি না? সবাই বলল না, কিন্তু রুবেল চিতকার দিয়ে বলল দোস আমি জানি!!! password হল ৫ টা স্টার (*****)।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।