বিসমিল্লাহির রাহমানির রাহিম। আপনাদের কে সালাম জানিয়ে শুরু করছি আজকের পোস্ট ।আজ আমি আপনাদের দেখাব কি ভাবে কম্পিউটার এর Active Password না জেনে কিভাবে Password পরিবতন করবেন।
প্রথমে Start ----> Computer Select -->Right Button Select--->Manage--->System Tools Local User And Groups click ----->Click User--> এখন আপনার কাঙ্কিত ইউজার টি সিলেক্ট করে মাউস এর ডান বাটন প্রেস করুন -->এখন set password------>proceed---->এ ক্লিক করে আপনার নতুন এবং Conform Password টি দেন ।তাহলে আপনার কাঙ্কিত ইউজার এর Active Password পরিবতন হয়ে যাবে। নিচে Screen short দেয়া হল।
।
ভাল লাগলে অবশ্যই কমেন্ট করবেন
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।