আমাদের কথা খুঁজে নিন

   

সর্বজনাব@ ব্লগসম্রাট জনাব মোহাম্মদ আলী আকন্দের নিকট খোলাপত্র।

সুন্দর হোক সত্য

জনাব ডে.এ.জে এ্যাডভোকেট মোহাম্মদ আলী আকন্দ @ জনাব, সবিনয়ে আপনার নিকট নিম্নোক্ত বিষয়সমূহের আইনী বিধান ও এর প্রতিকার সম্বন্ধে আমাদিগকে বিস্তারিত জানাইবার বিনীত অনুরোধ জানাইতেছি- ১) বাংলাদেশের বন্যায় ভারতের ভূমিকা এবং ইহার আইনী ও সামাজিক প্রতিকার। ২) ছাগল সংকটের যৌক্তিক সমাধান এবং উক্ত সংকটের নেপথ্য কারিগরদিগের যথোপযুক্ত শাস্তির আইনী বিধান ও উহা বাস্তবায়নে করনীয়। ৩) রুদ্ধ বিচারের পথ উম্মুক্তকরণে আইনী বিধান ও এর যৌক্তিক সমাধান। - - - জনাবে আলা আকা কাকা - আমরা অত্যন্ত সিরিয়াস - ইহাকে দুষ্টুমি বলিযা় ভ্রান্তিতে রহিবেননা জনাব। যাহা হউক, এই সমস্ত বিষয়ে জনগণকে উদ্বুদ্ধ করিতে ও বহুমুখী জনসচেতনা বৃদ্ধি করতঃ এই সমস্যাসমূহের প্রতিকারে সরকারের নিকট দাবী প্রকাশ করা আমাদের উদ্দেশ্য।

এবং এর অংশ হিসাবে একখানা করিয়া স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করিয়া তাহা একযোগে ব্লগ, টিভি - তে প্রকাশ এবং ভ্রাম্যমাণ চলচ্চিত্র প্রদর্শন করা যাইতে পারে। কিন্তু জনাব এই কার্যে আপনার সহায়তা অতি আবশ্যক। আপনাকে প্রযোজক, উপদেষ্ঠা এবং নায়ক হিসাবে উপযুক্ত বিবেচনা করিয়াছি এবং আশা রাখি অমত করিবেননা জনাব। এরই সহিত অতীব আনন্দের সহিত জানাইতেছি যে, জনাব ডাক্তার এই চলচ্ছিত্রের পরিচালনা এবং জনাব মাথামোটা ইহার নির্দেশনা দিতে তাহাদের সম্মতি প্রদান করিবেন বলিয়া খবরে প্রকাশ। অতএব, জনাব অনুনয় - ফিরাইয়া দিবেননা।

আপনার নিকট আমাদিগের ভরসা জ্ঞাপন করিলাম। সেই ভরসার মূল্য রাখিবেন জনাব। ইতি- আপনার গুনে মন্ত্রমুগ্ধ ব্লগবাসী

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।