পরাজিত হতে হতে আমি উঠে দাড়িয়েছি এবার ফিরে যাবো না খালি হাতে, স্তব্ধতা আর সৌন্দর্যের পায়ে পায়ে এগিয়ে যাই যে কবি সে কখনো খালি হাতে ফিরে যেতে পারে না ।
আজকের সমকালে সর্বজনাব উমরের উপসম্পাদকীয় কলামের শেষের প্যারায় "শাসক শ্রেণীর নানা রঙের দুষ্কৃতির বিষয় নিয়ে লিখে হয়রান হয়েছি। তাই এ মুহূর্তে মনে হচ্ছে স্বাধীনতা যুদ্ধের সময় স্বপ্নে দেখা স্বাধীনতার ওপর শামসুর রাহমানের 'স্বাধীনতা তুমি' নামে এক কবিতার কথা। শামসুর রাহমান বেঁচে থাকলে স্বাধীনতার চলি্লশ বছর পর স্বাধীনতার স্বপ্নভঙ্গের ওপর তাকে লিখতে বলতাম 'স্বাধীনতা তুমি' নামে আর একটা কবিতা তার কাব্যিক ভাষায় সাজিয়ে-গুছিয়ে, যাতে থাকত "
টুকু ভূমিকার পর তিনি স্বাধীনতা তুমি'র আদলে কাব্য প্রয়াস করেছেন । উমরের কাব্যপ্রয়াস ভালু লাগল তাই কিছুটা সাজিয়ে নিচে তুলে দিলাম -
স্বাধীনতা তুমি রুচির নিধনকারী,
স্বাধীনতা তুমি অপার অশ্লীলতা,
স্বাধীনতা তুমি খিস্তিখেউড় জাতীয় সংসদের,
স্বাধীনতা তুমি অসভ্যতার নাম,
স্বাধীনতা তুমি ব্যবসায়ীদের নোংরা হাতের মোয়া,
স্বাধীনতা তুমি চাল ডাল তেল আলু পেঁয়াজের দাম,
স্বাধীনতা তুমি সামাজিক এক ব্যবসা,
তুমি 'শক্তি দধির' ঠোঙা, তুমি এনজিওদের ক্ষুদ্রঋণের বোঝা।
স্বাধীনতা তুমি চোরের ঘরের মাসি,
তুমি ভূমিদস্যুর পিসি,
স্বাধীনতা তুমি পুলিশের লাঠি র্যাবের ক্রসফায়ার,
স্বাধীনতা তুমি শিক্ষার নামে ব্যবসা,
তুমি গরিবের স্বাস্থ্যসেবার হাল।
স্বাধীনতা তুমি টেন্ডারবাজি ছাত্রদের,
স্বাধীনতা তুমি ধর্মের নামে বিধর্মীদের মিছিল,
স্বাধীনতা তুমি ফতোয়াবাজি,
নারীর ওপর হামলা,
স্বাধীনতা তুমি মিথ্যাচারের নাম।
স্বাধীনতা তুমি গরিবের শ্রম হজম করার ফাঁদ,
স্বাধীনতা তুমি কৃষকের জমি কৃষকের ভিটে হরণ করার নাম,
স্বাধীনতা তুমি ভোটের আগে প্রতিশ্রুতির ফোয়ারা,
তুমি ভোটের সময় কারচুপি,
স্বাধীনতা তুমি ব্যবসায়ীদের নোংরা হাতের মোয়া।
স্বাধীনতা তুমি ইতিহাসের যত মিথ্যা,
স্বাধীনতা তুমি পরাধীনতার বন্দি,
স্বাধীনতা তুমি সাম্রাজ্যবাদের পায়ের তলার মাটি,
স্বাধীনতা তুমি হতাশার এক নাম।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।