প্রশ্ন : আমার বয়স ২৮। দীর্ঘদিন ধরে দেহে চুলকানিসহ বড় বড় চাকা হচ্ছে। ওষুধ খেলে কমে। স্থায়ী সমাধান চাচ্ছি। -অমি, ঢাকা।
উত্তর : আপনার সমস্যাটি সম্ভবত ক্রনিক আরটিক্যারিয়া। এর অনেক কারণ আছে। কারণ শনাক্ত করে রোগটির সমাধান সম্ভব। তাই দেরি না করে একজন অভিজ্ঞ ত্বক বিশেষজ্ঞের পরামর্শ নেবেন।
প্রশ্ন : আমি নববিবাহিত।
বয়স ৩২। আমার জানা মতে, নিজ দেহ রোগমুক্ত। কিন্তু প্রথম থেকেই দাম্পত্য জীবনে সুখী না। এ বিষয়ে পরামর্শ চাই। -রফিক, চাটখিল, নোয়াখালী।
উত্তর : এটি এখন সমস্যাই নয়। সমস্যাটি মানসিক নয়তো জটিল কিছু। চিকিৎসার মাধ্যমে সমস্যাটির স্থায়ী সমাধান সম্ভব। অভিজ্ঞ যৌনরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেবেন।
প্রশ্ন : আমি বিবাহিত।
বয়স ৪০। আমার দু'বগলে ও ঘাড়ে অনেক অাঁচিল। এতে আমি খুব বিব্রতবোধ করছি। -আলপনা, সদর, বরিশাল।
উত্তর : বয়স বাড়লে অাঁচিল ক্যান্সারে রূপ নিতে পারে।
তাছাড়া এগুলো দেহের সৌন্দর্যও নষ্ট করে। লেজারের মাধ্যমে কোনো পাশর্্বক্রিয়া ছাড়াই ব্যথামুক্তভাবে অপসারণ সম্ভব। কসমেটিক সার্জনের পরামর্শ নেবেন।
উত্তরদাতা : ত্বক ও যৌনরোগ বিশেষজ্ঞ, সিনিয়র কনসালটেন্ট,
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা। ফোন : ৯৩৪২২১৯
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।