ভিক্টোরিয়ার অধিনায়ক নাসির হোসেনের কথাই সত্যি হলো। বিকেএসপির মাঠ পরশুর বৃষ্টিতেই এতটা নাজুক হয়ে পড়েছিল যে ম্যাচ না হওয়ার জন্য কাল নতুন করে বৃষ্টির প্রয়োজন ছিল না। তার পরও ঝিরিঝিরি বৃষ্টি হলো সকালেও। মাঠের অবস্থা এরপর কী হতে পারে বোঝাই যায়। দুপুর দুইটার দিকে ভিক্টোরিয়া-কলাবাগান ক্রিকেট একাডেমির ম্যাচটা পরিত্যক্ত ঘোষণা করে দিলেন ম্যাচ রেফারি।
বাইলজ অনুযায়ী দুই দলই পাবে ১ পয়েন্ট করে। এক দিনের বৃষ্টিতেই যে বিকেএসপির ২ নম্বর মাঠে দুই-তিনও দিন খেলা হওয়া সম্ভব নয়, সেটা সিসিডিএমও এখন বুঝতে পারছে। মাঠের করুণ দশা দেখে তারা তাই আর ঝুঁকি নিতে রাজি নয়। আজকের আবাহনী-সিসিএস ম্যাচটা বিকেএসপির এই মাঠ থেকে সরিয়ে নেওয়া হয়েছে ফতুল্লা স্টেডিয়ামে। শুধু এ ম্যাচই নয়, কাল সিসিডিএম প্রধান জালাল ইউনুস জানালেন, ‘বিকেএসপি ২ নম্বর মাঠে লিগের আর কোনো খেলা হবে না।
এক দিনের বৃষ্টিতেই মাঠটা এখানে কয়েক দিনের জন্য খেলার অনুপযোগী হয়ে পড়ে। ’ আগের সূচি অনুযায়ী ফতুল্লায় লিগের প্রথম ম্যাচ হওয়ার কথা ছিল ১৫ সেপ্টেম্বর। হুট করে আজ ম্যাচ দিয়ে দিলেও এ মাঠের কিউরেটর শফিউল আলম জানালেন, ‘মাঠ ম্যাচ আয়োজনের জন্য প্রস্তুত। ’ কিন্তু সারা বছর বিসিবির তত্ত্বাবধানে থেকেও বিকেএসপির মাঠের এই হাল কেন? টেলিফোনে কিউরেটর মোহাম্মদ নুরুজ্জামানের ব্যাখ্যা, ‘অন্যান্য মাঠের মতো এখানে আধুনিক ড্রেনেজ ব্যবস্থা নেই। তা ছাড়া মাঠটা বালু মাটিরও নয়, এঁটেল মাটির।
একটু বৃষ্টিতেই মাঠে কাদা হয়ে যায়। ’ তবে প্রিমিয়ার লিগের ভেন্যু তালিকায় এখনো আছে বিকেএসপি ৩ নম্বর মাঠটি। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।