দ্য কাপালিক ইজ ব্যাক
শুক্রবার। নিউমার্কেট এলাকা। রাস্তায় দাঁড়িয়ে ইফতার করছিলাম। দেখি বছর তিনেকের এক পথ-শিশু মায়ের শাড়ির আঁচলটা লুফতে লুফতে মায়ের পেছনে নাচতে নাচতে ছুটছে আর গাইছে - "বিরানী খামু, ওহো বিরানী খামু"। সম্ভবত ওর মা ওকে আশ্বাস দিয়েছে বিরানী খাওয়াবে।
সেটা কতটুকু সত্যি খোদাই জানে। কিন্তু ওর মায়ের কোন লক্ষন দেখলাম না ওকে বিরানী খাওয়ানোর। আমার নিজের খুব ইচ্ছে হচ্ছিল ওকে বিরানী কিনে দিতে, কিন্তু এত মানুষের ভীড়ে ওকে ডেকে দোকানে নিয়ে বিরানী কিনে দেয়ার কাজটুকু করতে কেমন সঙ্কোচ হচ্ছিল। তাই আর শেষ পর্যন্ত হলো না। বাচ্চাটা মায়ের পিছনে নাচতে নাচতে রাস্তায় মিলিয়ে গেল।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।