আমাদের কথা খুঁজে নিন

   

শাহবাগের বিরানী বনাম হেফাজিতের তিন কোটি ৬০ লাখ টাকার বাস ভাড়া। তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে

আমি ঘুরিয়া ঘুরিয়া সন্ধানো করিয়া স্বপ্নেরও পাখি ধরতে চাই আমি স্বপ্নেরও কথা বলতে চাই আমার অন্তরের কথা বলতে চাই... এখন কেউ কথা বলেনা কেন ? যখন আমরা দিনের পর দিন রাতের পর রাত শাহবাগে বসে থাকতাম তখন সবাই বলত শাহবাগে সবাই যায় বিরানির লোভে, কিরে আরিফ কত করে দিচ্ছে ? গত তিন মাস ধরে টুকটাক দু'একটা টিউশনী করে যে যৎসামান্য টাকা পাই তার পুরটাই ঢেলে এসেছি শাহবাগ, একটা টাকাও ঘরে তুলতে পারি নাই, জীবনে প্রথম বন্ধু-বান্ধবদের কাছ থেকে ধার করে চলতে হয়েছিল মনে পড়ে লিফলেট ছাপাতে গিয়ে প্রেসের মালিক প্রায় আটশ লিফলেট ফ্রিতে ছাপিয়ে দিয়েছিল, বলেছিল ভাই আমি তো যেতে পারছি না, আপনাদের সাথে অংশগ্রহন করলাম সারাদিন শ্লোগান দিয়ে এক কাপ চা কিনে খাইতে পারি নাই, জুতার ফিতা ছিঁড়ে গিয়েছিল ঠিক করতে পারি নাই এরপরের যারা বলেছিলেন কত করে দেয় শুধু চুপ করে হেসেছি কাল হেফাজতের লং মার্চ, যাদের নেতাদের সবাই একাত্তরে স্বাধীনতার বিরোধিতা করেছিল এক হাজার বাস, ৭০০ মাইক্রোবাস ও কার নিয়ে ঢাকায় লংমার্চে যোগ দেবে এই রাজাকারের দল, এর মধ্যে শুধু এক হাজার বাসের আসা-যাওয়ার ভাড়াই আসবে তিন কোটি ৬০ লাখ টাকা। বিরানির খরচ বাদ, এখন সবাই চুপ কেন ? বলেন এবার টাকা কে দেবে ? আজ যারা শাহবাগ কে গাল দিয়ে হেফাজতের হাত ধরেছেন তারা কি একবার ভাববেন ? হেফাজত যে জামাতেরই অঙ্গ সংগঠন তার প্রমাণ পাবেন আমার লেখায় এইখানেঃhttp://www.facebook.com/Arif1415/posts/553429474679804?comment_id=6283570¬if_t=comment_mention জামাত যে ইসলাম বিরোধী সংগঠন তার প্রমাণ পাবেন আমার লেখায় এইখানেঃhttp://www.facebook.com/SWar2013/posts/129050410607564 এইখানেঃhttp://www.facebook.com/permalink.php?id=119096491602956&story_fbid=129050833940855 জয় বাংলা

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।