কোন কোন মাসে এমন হত যে কোন উপলক্ষ্য নাই। তাই মা কোন ইস্পেশাল মেনু খাওয়াচ্ছে না। প্রতিদিনের সাধারণ মেনু আর ভাল লাগে না। তখন মা কে বলতাম, বিরানী খাওয়াও। মা'র হাতের বিরানী মানে অনেক কিছূ।
মা খাওয়াত। মুখে দু একদিন স্বাদ লেগে থাকত। কিন্তু সেই সব রিচ ফুড লাগাতার ভাল লাগত না।
বর্তমান সময়ে, এত যে হরতাল, এখন আর এসবের কোন মূল্য থাকছে না, কোন আবহ মনে দাগ কাটছে না। প্রয়োজনের তাগিদে অধিকাংশ মানুষ কর্মস্থলমুখী হচ্ছে।
তবে অনেক কষ্টে। মানুষ বিরক্ত হচ্ছে। দলীয় নীতি গত ভাললাগা অনেকটা আবছা হয়ে যাচ্ছে।
মানুষ পুড়ছে, মানুষ মরছে, সেটা একটা ভয়ঙ্কর ছবি। জয়ের জন্যে শেখ হাসিনার যত মমতা, আর তারেকের জন্যে খালেদার হায়েনা হয়ে যাওয়া সত্যিই প্রশংসনীয়।
যদি এই সময়ের সন্তানহারা মায়েরা হাসিনা খালেদা (হা-দা) দের মত মমতাময়ী হায়েনা হয়ে, গায়েবানা ভাবে মেকাপ করা গালে দুটা জুতা মারে তাইলে, আর বাকি থাকে কি ?
সমস্যা হল, হা-দা দের চামড়া গন্ডারের চেয়েও মোটা, তারা অন্ধ, বধির , কোন কিছু তাদের স্পর্শ করে না। তাদের দরকার শুধু গদি। আমাদের অরণ্যে রোদন লোকরণ্যে ভ্যানিস।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।