আমাদের কথা খুঁজে নিন

   

পাহারাদার

যারা উত্তম কে উচ্চকন্ঠে উত্তম বলতে পারে না তারা প্রয়োজনীয় মুহূর্তে শুকরকেও শুকর বলতে পারে না। এবং প্রায়শই আর একটি শুকরে রুপান্তরিত হয়।

আমরা সবাই ফুরিয়ে যাব একদিন যেভাবে পূর্ণ ছিলাম ভেবে শান্তি পেয়েছিলাম অনেকটা সেভাবেই আবার ঠিক সবটুকু সেভাবেই নয় কোন সরলরৈখিক উর্দ্ধপাতনে প্রস্ফুটিত হবেনা প্রমিত বুদবুদ গোলগাল ভাবনার বৃত্ত ঝলক দেয়া, চমকিত মাছরাঙ্গা আমি খুব দু:খিত তোমাকে নিয়ে লিখতে বসেছি প্রেমের কাব্য ছন্দ দ্বন্দ্ব মিলিয়ে ভাষিক বুনোট কেননা চিন্তাগুলো ভাষা শাসিত যতগুলো স্বাধীনতা চিহ্নিত হয় এই পরিসরে তার সবই সীমানার গল্প আমি খুবই দু:খিত আমি ডিঙোতে চেয়েছি সীমানা তোমাকে নিয়েই তুমিও চেয়েছ সেটাই আশৈশব আমি খুবই দু:খিত শেষ পর্যন্ত আমি হয়ে উঠেছি তোমার সীমানা তুমি যে সীমানাগুলো ভাঙ্গতে চেয়েছ সেগুলোর পাহারাদার তাই পুরাতন পদটা থেকে ইস্তফা দিলাম আজ আশা করি তুমি গ্রহণ করবে......

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।