কবি ও সাংবাদিক আবু হাসান শাহরিয়ারের একটি উক্তি দিয়ে লেখাটা শুরু করি। তিনি বলেছেন
" সম্পদ পাহারায় বড়লোকেরা আগে কুকুর পুষতো; এখন পোষে দৈনিক। একুশ শতকের দৈকিন হচ্ছে বড়লোকের বাড়ির পোষা কুকুর। মাঝে-মধ্যে সেই কুকুরকে তার প্রভূ এদিক-সেদিক লেলিয়েও দেয়। জমিদখল, ব্যবসাদখলে দৈনিককে ব্যবহার করে।" (সুত্র: অর্ধসত্য, পৃষ্ঠা-৩২, ২০০৪)
আরেকজন গণমাধ্যম সমালোচক ক্রিসসমির ভাষায় বলা যায়, " গণমাধ্যম 'ওয়াচডগ' (মানে হচ্ছে সমাজে যাবতীয় অন্যায়-অবিচার-দূনীর্তি বিষয়ে পর্যবেক্ষণ করে সবাইকে জানাবে) নয়; ক্ষমতাবাদদের 'ল্যাপডগ' (কোলের কুকুর) হিসেবেই কাজ করে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।