আমাদের কথা খুঁজে নিন

   

অদ্ভুত মুগ্ধতা এক

বাস্তবতা ফেরী করে বেড়াচ্ছে আমার সহজ শর্তের সময়গুলোকে

১. কিছ কিছু কারনে ব্লগে নিয়মিত লেখা বন্ধ করে দেই। মাঝেমধ্যে মনে হতো ব্লগে আগের মতো মুগ্ধতা নিয়ে বিচরণ করিনা। সময় পেলে একটু দেখি, দু একটা মন্তব্য করি, তারপর সাইন আউট করে ফেলি। এসবের কারন ব্যাখ্য করতে আমি যাবো না। তবে ব্লগের প্রতি আমার মুগ্ধতা কখনোই মরে নি।

এজন্যই সময় পেলে ব্লগ দেখি। তবে আমার প্রিয় একজন ব্লগারের একটি পোস্ট দেখে ব্লগের প্রতি মুগ্ধতা অনেক বেড়ে গেল। ২. সামহোয়ার ইন ব্লগে আমার প্রথম পোস্টটি ছিল একটি কবিতা। কবিতাটির শিরোনাম ছিল মুগ্ধতা মরে না। আমার শততম পোস্টে আমি সেই কবিতার প্রসঙ্গ টেনেছিলাম।

উদ্দেশ্য বোঝানো যে ব্লগের প্রতি আমার মুগ্ধতা কখনোই মরে নি। ৩. আরিলের পোস্ট পড়ে মুগ্ধতা অনেক বেড়ে গেল। আমাদের প্রতিবেশী দেশ বার্মায় ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনার প্রতিবাদ জানিয়ে লিখেছেন আরিল। সামহোয়ার ইন ব্লগের হোমপেজের উপর অংশ প্রতিবাদস্বরুপ লাল রঙ্গের ছোয়া পেয়েছে। আরিল প্রতিবাদস্বরুপ লাল জামা পড়েছেন।

কি আশ্চর্য ! কি অদ্ভুত!! কি মুগ্ধতা!!! সত্যিই সামহোয়ার ইন ব্লগের এই প্রতিবাদ নিজের অবস্থান থেকে অনেক। আমিও এই ব্লগের একজন ব্লগার হিসেবে প্রতিবাদ জানাচ্ছি বার্মার ঘটনার। ৪. সামহোয়ার ইন ব্লগ এর আগেও যেকোন অবিচারের প্রতিবাদ জানাতে এগিয়ে এসেছিল। সিআরপির ভেলরি এ টেইলরের ঘটনা তার প্রমাণ। অন্যদিকে যেকোন সামাজিক কর্মকান্ডে এগিয়ে এসেছে সামহোয়ার ইন ব্লগ।

চট্টগ্রামের ভুমিধ্বসের ঘটনায় সাহায্যে এগিয়ে যাওয়া তাই প্রমাণ করে। এরকম আরো অনেক ঘটনা আছে। ৫. অন্তর থেকে বলছি সামহোয়ার ইন ব্লগের একজন ব্লগার হিসেবে সত্যিই আমি গর্বিত...।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.