পুঁজিতান্ত্রিক বিশ্বায়ন ও উন্নতির কার্যকর কৌশল অনুসন্ধান-২
..................................................
উন্নয়ন কাজের দাবিদার ব্যক্তি ও সংগঠনকে এই সোজা প্রশ্নের মোকাবিলা করার সাহস দেখাতে হবে। উৎপাদন ও বন্টন ব্যবস্থার পরিবর্তন এমনি এমনি ঘটে না। তার জন্য মতাদর্শিক প্রস্তুতি এবং বাস্তবে তার প্রতিফলনের আয়োজনেও করতে হবে। “ধাধুনিকতা”, “উন্নয়ন”, “মুক্ত বাজার”, “সুশাসন” - কোনো কিছুকেই বিনা প্রশ্নে ছেড়ে দেবার সুযোগ নেই। গ্লোবালাইজেশন, ডব্লিওটিও এই সব রব শুনে অবাক হবার ব্যাপার নেই, হা-হুতাশ করারও কারণ নেই।
পুঁজি নিজে বিশ্ব ঐতিহাসিক। নিজের চরিত্রের কারণে সে দুনিয়া এফোঁড়-ওফোঁড় করছে। যুগ যুগ ধরে ঘটে আসছে, আমরা টের পাইনি। এখন দেয়ালে পিঠ ঠেকে যাচ্ছে, সামনে ডঞঙ, ডই-ওগঋ, ঈঘঘ, ইইঈ, ইবহংড়হ, চবঢ়ংর এই সব আছে বলে জিনিসটাকে ধরতে পারছি। কানে শোনা, চোখে দেখার পর মগজটা খাটাতে হবে একটু এই যা।
পুঁজিতান্ত্রিক শোষণের প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য মতাদর্শিক ছল-চাতুরির ফাঁদে পড়ে এতদিন কাটল। এখন সুশাসন আর গণতন্ত্রের দেশে অনাহার এবং জল কামানের স্বদম্ভ উপস্থিতিকে যেমন প্রশ্ন করতে হবে, তেমনি প্রশ্ন করতে হবে কালাজিরা, লাল চামারার জায়গায় ইরি ৭, ৮, ৯, ১০ আসার পরেও খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয় না কেন। ভোগের ধারণা, সুখ ও স্বাচ্ছন্দ্যের ধারণাগুলো কোত্থেকে আসে, কারা নিয়ন্ত্রণ করে, এসবের সাথে সমাজে নারী-পুরুষ বৈষম্য, অর্থনৈতিক বৈষম্য এসবের সম্পর্ক কি, তার খোঁজ-খবরও করতে হবে। এই নীতিবাক্য বলার কারণ হলো উৎপাদন বৃদ্ধি, উৎপাদন ব্যবস্থার পুনর্বিন্যাস এবং সুষম উৎপাদন ও বন্টন ব্যবস্থা চালু করার কাজে ব্যক্তি ও গোষ্ঠী স্বার্থের সঙ্গে সংখ্যাগরিষ্ঠের স্বার্থের যে বিরোধ, সংখ্যাগরিষ্ঠের যে লড়াই তাকে দুর্বল করে দেবার জন্য যে মতাদর্শিক আধিপত্য, তা ভাঙ্গার কাজটিতে জনপদ ভিত্তিক (ঈড়সসঁহরঃু-নধংবফ) কাজ করেন এমন ব্যক্তি ও সংগঠনকে অবশ্যই অংশগ্রহণ করতে হবে। নিজেরা উৎপাদন ব্যবস্থার পুনর্গঠনের কাজে অংশগ্রহণ, অন্যের উদ্যোগে সহযোগিতা, দুটোই করতে হবে।
ব্যক্তি, সংগঠন, সমাজ, রাষ্ট্র তথা সারা দুনিয়াব্যাপী।
পুঁজিতান্ত্রিক-পুরুষতান্ত্রিক বিশ্বায়ন একই সঙ্গে বৈষম্য ও শোষণের বিরুদ্ধে সংগ্রামের বিশ্বায়নও ঘটিয়ে দিয়েছে। সচেতন সত্ত্বা হিসেবে আমাদের কাজ তাকে কাংখিত ল্েয নিয়ে যাওয়া। এই কথা বলে, উন্নতির নতুন নীতি অনুশীলনের জন্যে সুনির্দিষ্ট কয়েকটি প্রস্তাব এখানে বিবেচনার জন্য আনা হলো। পয়েন্টগুলো সাজানো হয়েছে একটা প্রাথমিক অগ্রাধিকারের ভিত্তিতে।
এবং অবশ্যই, এ বিষয়ে আলোচনা আরো বিস্তৃত, পরিচ্ছন্ন ও সুনির্দিষ্ট হবে এই আশা নিয়ে।
উৎপাদন ও বন্টন সংক্রান্ত সাধারণ নীতি
মূলনীতি ঃ
কেবল মুনাফার জন্য উৎপাদন নয়, প্রয়োজন মেটাতে উৎপাদন।
কৃষি
-প্রাণবৈচিত্র্য ভিত্তিক কৃষি ব্যবস্থা গড়তে হবে।
-পরিবেশ ও প্রাণ সম্পদের ওপর পেটেন্ট চলবে না।
-জণগণের হাতে এসবের মালিকানা থাকতে হবে।
-পরিবেশ ও প্রাণবৈচিত্র্য ধ্বংস করে এমন কৃষি (চিংড়ি, হাইব্রিড, মনোকালচার) এখনই বন্ধ করতে হবে।
-সকল সাধারণ ও প্রাকৃতিক সম্পদে জনগণের মালিকানা থাকতে হবে। কৃষিতে কোম্পানি ও বিদেশি বিনিয়োগ বন্ধ করতে হবে।
-প্রাকৃতিক সম্পদ ও ব্যবস্থাপনা ধ্বংস করে কোনো গবেষণা/স্থাপনা করা যাবে না।
-বর্তমান ভূমি ব্যবস্থা বৈষম্যমূলক ও উৎপাদন বিরোধী।
অতি অবশ্যই ভূমি ব্যবস্থার পুনর্বিন্যাস করতে হবে।
-খোদ কৃষকের হাতে কৃষি জমির দখল থাকতে হবে।
-সামাজিক মালিকানা পদ্ধতিকে উৎসাহ যোগানো ও তার বিকাশ ঘটাতে হবে।
শিল্প
-পরিবেশ ও প্রাণবৈচিত্র্য ধ্বংস করে না এমন শিল্প উৎপাদন ব্যবস্থা গড়তে হবে।
-স্থানীয় সম্পদ ভিত্তিক, পরিবেশ সম্মত দেশীয় শিল্প গড়তে হবে।
-সামাজিক ও গণতান্ত্রিক সিদ্ধান্তে শিল্প-উৎপাদন ব্যবস্থা চালাতে হবে। কারণ ব্যক্তি সিদ্ধান্ত অনেক সময়ে সাধারণ গরীব ও প্রান্তিক মানুষ স্বার্থ বিরোধী হতে পারে।
-ন্যায্য মজুরী সহ সকল শ্রমিক স্বার্থ নিশ্চিত করতে হবে।
-সামাজিক মালিকানা পদ্ধতিকে উৎসাহ যোগানো ও তার বিকাশ ঘটাতে হবে।
সেবা খাত
-চিকিৎসা এবং শিা সহ প্রাথমিক ও মৌলিক সেবা খাতগুলোকে বাজার ব্যবস্থার হাতে ছেড়ে না দিয়ে একে রাষ্ট্র ও সমাজের দায়িত্বে নিতে হবে।
আন্তর্জাতিক বাণিজ্য সম্পর্কে বহুজাতিক কর্পোরেশন/বিদেশী বিনিয়োগ ও স্থানীয় উৎপাদন সম্পর্ক
১. আন্তর্জাতিক শ্রম বিভাজনের বর্তমান প্রবণতায় আমাদেরকে প্রথমত টিকে থাকার অর্থনীতির পথ অবলম্বন করতে হবে। পরবর্তীতে সেক্টর মডেলে অর্থনীতি এগিয়ে নীতি এগিয়ে নিতে হবে।
২. বিদেশী বিনিয়োগের েেত্র ঃ
-ফটকা পুঁজির দৌরাত্ম্য বন্ধ করতে হবে।
-শর্ত সাপেে যৌথ বিনিয়োগ উৎসাহিত করতে হবে।
-দেশে ঠধষঁব ধফফ করার ওপর জোর দিতে হবে।
-বিদেশী বিনিয়োগের মুনাফা বিনিয়োগ আহ্বানকারী দেশে পুনঃবিনিয়োগের চেষ্টা করতে হবে।
৩. বিনিয়োগ ব্যবস্থাপনার েেত্র
-সুনির্দিষ্টভাবে বিনিয়োগ সমূহের সামাজিক সাংস্কৃতিক ও পরিবেশগত ইত্যাদি প্রভাব নিরূপণ করতে সিদ্ধান্ত দিতে হবে।
-স্থানীয় খাতসমূহ বিকাশে সহায়ক বিনিয়োগকে উৎসাহ যোগাতে হবে।
৪. স্থানীয় উৎপাদন সম্পর্কের ইতিবাচক পরিবর্তনে সহায়ক আন্তর্জাতিক পরিবেশ সৃষ্টি
-বিনিয়োগ বা বাণিজ্যের েেত্র উন্নয়নশীল দেশের স্বার্থানুকূল কোম্পানি আচরণবিধি প্রণয়নের জন্য জাতিসংঘে চাপ সৃষ্টি করা।
-বিশ্ববাণিজ্য সংস্থায় উন্নয়নশীল দেশগুলোর স্বার্থের অধীনে জোর তৎপরতা চালানো।
এই অবস্থানে মিত্র দেশগুলোর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন।
-এসবের জন্য রাষ্ট্রকে জোরালো ভূমিকা নিতে হবে।
৫. বিশ্বব্যাংক-আইএমএফ, এডিবি তথা আন্তর্জাতিক উন্নয়নে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহ
এ ধরনের প্রতিষ্ঠান, অতীত অভিজ্ঞতায় দেখা গেছে বহুজাতিক কোম্পানি তথা উন্নত দেশগুলোর স্বার্থে তাদের তৎপরতা চালিয়ে এসেছে। স্থানীয় পর্যায়ে প্রকল্প সহায়তা থেকে শুরু করে রাষ্ট্রীয় নীতি পর্যায়ে এসব প্রতিষ্ঠানের জোর ভূমিকা দেখা যায়। এ জন্য স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে এসব প্রতিষ্ঠানের গরীব বিরোধী নীতি, প্রকল্প ও সহযোগিতা পরিহার করার জন্য পলিসি এডভোকেসি এবং আন্দোলন জোরদার করতে হবে।
প্রকৃত অর্থে উন্নতির পে অবস্থান গ্রহণ নয়তো তৎপরতা বন্ধের জন্য চাপ সৃষ্টি করতে হবে।
৬. সামাজিক প্রস্তুতি
-পরিবর্তনের জন্য সামাজিক ও রাজনৈতিক শিক্ষার প্রসার ঘটাতে হবে।
-ব্যক্তি, সমাজ ও প্রকৃতির সামগ্রিক ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখে এমন জীবন-যাপন ও অনুশীলনকে জনপ্রিয় করতে হবে।
-বিকল্প সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠানের বিকাশ ঘটাতে হবে।
(শেষ)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।