বিদ্রোহী রণ ক্লান্ত .. আমি সেই দিন হব শান্ত .... প্রথম আলো ও অন্যান্ন মিডিয়াকে ধন্যবাদ আক্রান্ত মেয়েটির ছবি, নামপরিচয়, কর্মস্থলের ঠিকানা প্রকাশ না করার জন্য। এ নিয়ে কদিন আগে একটা পোষ্ট দিয়েছিলাম. ভারতের মিডিয়া থেকে অনেক কিছু শেখার আছে, তারা দিল্লির বাসের পাশবিক নির্যাতনের শিকার মেয়েটির ছবি, নাম ও ইনস্টিটিউট ও পারিবারিক পরিচয় গোপন রেখেছে ; যা আমাদের দেশের মিডিয়া পারে না! ডঃ ইভার ক্ষেত্রেও পারে নি। আমাদের নিউজ মিডিয়া কি পারে না? Click This Link বিডি ব্লগে ডিটেইলস দিয়েছিলাম http://blog.bdnews24.com/mmdhw/136429 এখন মনে হয় কিছুটা ভদ্র হতে পেরেছে পত্রিকাগুলো ও ইলেক্ট্রনিক মিডিয়া। বৃহস্পতিবারে ঢাকা-আরিচা মহাসড়কে চলন্ত বাসে ধর্ষণের শিকার পোশাকশ্রমিক এক তরুণীর নামপরিচয়, কর্মস্থলের ঠিকানা, পারিবারিক পরিচয় গোপন রাখতে পেরেছে আমাদের মিডিয়া।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।