আমাদের কথা খুঁজে নিন

   

ত্রানের টিন আত্মসাত মামলায় নোয়াখালীর সেনবাগ পৌরসভার চেয়ারম্যান শাহ আলম চৌধুরীর ৩ বছরের কারাদন্ড

রুদ্র মাসুদ rudramasud@gmail.com

সরকারি ৭৯৫পিজ ত্রানের টিন আত্মসাত মামলায় কারারুদ্ধ নোয়াখালীর সেনবাগ পৌরসভার চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারন সম্পাদক শাহ আলম চৌধুরীকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো ৬ মাসের জেল প্রদান করেছে আদালত। ২৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার নোয়াখালীর বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ কাউছার এ রায় প্রদান করেন। আদালত সুত্রে জানা যায়, গত ২০ ফেব্রুয়ারি রাতে পৌর চেয়ারম্যান শাহআলম চৌধুরীর জিম্মায় থাকা সেনবাগ উপজেলা কম্পাউন্ডে অবস্থিত বিএডিসির একটি পরিত্যক্ত গুদাম থেকে ৭৯৫পিছ ত্রাণের ঢেউটিন উদ্ধার করে যৌথ বাহিনী। এ ঘটনায় তার বিরুদ্ধে সেনবাগ থানায় মামলা দায়ের করা হয়। পরবর্তীতে তদন্ত শেষে গত ২৬ জুন সেনবাগ থানা পুলিশ আদালতে সম্পুরক অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ শুনানী শেষ বৃহস্পতিবার আদালত এ রায় প্রদান করে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।