নিজেরে হারায়ে খুজি..... bohurupi.mohajon@gmail.com
এক বন্ধু ফোন করে আজ সকালে ঘটে যাওয়া মজার ঘটনাটা বলল। সাত সকালে ধানের শীষের লোকজন কয়েকটা মেয়েকে সাথে নিয়ে ওদের বাসায় এসেছে ভোট চাইতে। আমার বন্ধুর বাবা, মানে আংকেল গেট খুলে ওদের সাথে কথা বলছিলেন। কথার এক পর্যায়ে আংকেল বললেন,
" ভোট চাইতে আইছেন ভাল কথা, তবে আবার যদি ত্রানের টিন চুরি করেন তাইলে কিন্তু এইবার ন্যাংটা কইরা ছাইড়া দিমু"
পাশের ফ্ল্যাটের আন্টিও সাথে ছিলেন, তিনি বললেন-" হ্যা ভাই, একদম ঠিক কথা বলেছেন।"
এই কথা শোনার পর ধানের শীষের লোকেরা ওই বিল্ডিং আর এক মুহূর্ত থাকেনি, তাড়াতাড়ি পাশের বিল্ডিং এ চলে গেছে।
কি আশ্চর্য কথা ভেবে দেখুন, যে দল বিগত পাঁচ বছর দেশ চালিয়েছে সেই দলের সাংসদরা সামান্য ত্রানের টিনের লোভ সামলাতে পারেনি - তাদের বড় বড় দুর্নীতির কথা বাদ ই দিলাম। কিন্তু এ সবই অমোঘ সত্য। তত্ত্বাবধায়ক সরকার আসার পর অন্যান্য বড় বড় দুর্নীতির সাথে চোর দলীয় জোটের এসব ছ্যাচড়া ধরণের দুর্নীতির খবরও প্রকাশিত হয়ে পড়ে। অথচ সেই সব লোকই চোর দলীয় জোটের নমিনেশন নিয়ে আবার নির্বাচন করছে।
এখন বলুন, আপনি কি এ ছ্যাচড়া চোরদের দলকে ভোট দিবেন?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।