চোখ খুবলে নেয়া অন্ধকার, স্ফুলিঙ্গ জ্বেলে দাও!
শীত সংকটের স্থায়ী সমাধানে, শীতার্ত মানুষ, জাতি ও জনগণের মুক্তির লক্ষ্যে, জনগণের উপর চেপে থাকা শোষণমূলক ব্যবস্থাকে আঘাত করুন!
শীতার্তদের জন্য অবিলম্বে পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা কর !
শীতার্তদের জন্য জরুরী ত্রানের দাবীতে প্রগতির পরিব্রাজক দল-প্রপদ-এর সংবাদ সম্মেলন
স্থান: মধুর কেন্টিন, ঢাকা বিশ্ববিদ্যালয়, সময়: দুপর: ১২:০০ টা, ৬ জানুয়ারি ২০১০
প্রিয় সাংবাদিক বন্ধুগণ,
দেশ জুড়ে চলমান তীব্র শৈত্য প্রবাহের প্রেক্ষিতে শীতার্তদের জন্য জরুরী ত্রাণের দাবীতে আয়োজিত আজকের সাংবাদিক সম্মেলনে উপস্থিত হবার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি।
প্রিয় সাংবাদিক বন্ধুগণ,
আপনারা জানেন, দেশ জুড়ে এখন তীব্র শৈত্য প্রবাহিত হচ্ছে। পঞ্চগড়ে তাপমাত্রা ৬০ ডিগ্রী সেলসিয়াসে নেমে গেছে। তীব্র শীতে গত কয়েকদিন ধরে উত্তরাঞ্চলসহ দেশের বিভিন্ন জেলায় কয়েক শ' মানুষ মারা গেছে। বিভিন্ন পত্রিকার খবর অনুযায়ী গতকাল ১৭জন, ৩ জানুয়ারি ১৫ জন, ২ জানুয়ারি চিতলমারী, কচুয়া ও পীরগঞ্জে ৬জন, শীতজনিত বিভিন্ন রোগে রংপুর হাসপাতালেই মারা গেছে ১০০ জন।
তার পূর্বে শীতে ২৬ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ফোকাস বাংলা। যারা বেঁচে আছেন তারা তীব্র যন্ত্রণায় রাত কাটাচ্ছেন। প্রতিটি রাত যেন তাদের কাছে জীবন-মরণের সংগ্রামে পরিণত হয়েছে। মানুষের মৃত্যুর পাশাপাশি শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ, ক্ষতি হচ্ছে ফসলের এবং মারা যাচ্ছে গবাদি পশু।
প্রিয় সাংবাদিক বন্ধুগণ,
এমন অবস্থায় দেশের অনেক স্থানেই সরকারি ত্রাণ পৌঁছেনি।
যেসব এলাকায় সরকারী ত্রাণ পৌঁছেছে তা-ও অত্যন্ত অপ্রতুল। বগুড়ায় প্রতিটি ইউনিয়নের জন্য ১৩টি করে কম্বল, শিবচরে ৪০ হাজার মানুষের জন্য মাত্র ২৭টি কম্বল বরাদ্দ দেয়ার হাস্যকর ঘটনা পত্রিকায় প্রকাশিত হয়েছে। আরও ন্যাক্কারজনক হলো বরাদ্দকৃত কম্বলগুলোও প্রকৃত শীতার্তদের মধ্যে বিতরণ হচ্ছে না। এসব ত্রান দলীয় পরিচয়ের ভিত্তিতে বিতরণ ও লুটপাট হচ্ছে প্রায় সর্বত্র।
এমন পরিস্থিতিতে আমরা সরকারের কাছে দাবী জানাই, জরুরী ভিত্তিতে শীতার্তদের মাঝে পর্যাপ্ত ত্রান পাঠাবার ব্যবস্থা করতে হবে।
এবং সকল প্রকার দলীয় ও প্রশাসনিক স্বজনপ্রীতি ও লুটপাট বন্ধ করে প্রকৃত শীতার্তদের মাঝে ত্রান বিতরণ করতে হবে।
প্রিয় সাংবাদিক বন্ধুগণ,
বছর বছর কয়েক শ' লোক মৃত্যুবরণ করছে শীতে। কথায় কথায় যারা উন্নয়নের জোয়ার কিংবা ডিজিটাল স্বপ্ন দেখাচ্ছেন, গত চল্লিশ বছরেও তারা এদেশের কোটি কোটি মানুষের বস্ত্র, বাসস্থান ও খাদ্যের ব্যবস্থা করতে পারেনি। তাই এই একুশ শতকেও এদেশে শীত ব্যাপক জনগণের জন্য এক জীবন সংহারী সংকট। শীতে বাস্তুহীন-বস্ত্রহীন শীর্ণকায় কোন শিশু কিংবা বৃদ্ধের অসহায় কাঁপন যখন সাধারণের মানবিক অনুভূতিকে নাড়া দিচ্ছে, তখন এদেশের তাঁবেদার শাসকশ্রেণী এই সংকটের প্রতি নির্বিকার।
কিন্তু, আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, এই শীতসংকটের দায় এই রাষ্ট্র ও সরকারকেই বহন করতে হবে।
প্রিয় সাংবাদিক বন্ধুগণ,
সরকারের কাছে দাবী জানিয়েই আমরা আমাদের কর্তব্য শেষ করছি না। আমরা প্রপদ ইতিমধ্যে ছাত্র-যুুবদের সংগঠিত করে শীতার্তদের জন্য শীতবস্ত্র ও অর্থ সংগ্রহ করে বিতরণ করেছি এবং এখনও কার্যক্রম অব্যহত রয়েছে। গত তের বছর ধরেই আমরা শীতার্ত সহযোগিতা কার্যক্রমের পাশাপাশি শীত সংকটের স্থায়ী সমাধানের জন্য সমাজ ব্যবস্থার আমূল পরিবর্তনের সংগ্রামে জনগণকে জাগরিত করার চেষ্টা করছি।
প্রিয় সাংবাদিক বন্ধুগণ,
এই জরুরী পরিস্থিতিতে আমরা ডাকসু ভবনে প্রপদ-এর কার্যালয়ে শীতার্ত সহযোগীতা সমন্বয় সেল স্থাপন করেছি।
এর মাধ্যমে আমরা বিভিন্ন সংগঠন ও ব্যক্তিবর্গের ত্রাণ সহযোগিতা ও উদ্যোগকে সমন্বিত করছি। ইতিমধ্যে অনেকে তাদের সংগৃহীত এবং দেয় ত্রাণ নিয়ে প্রপদের কাছে আসছেন। তাই এই জরুরী শীত সংকটে ব্যাপক ছাত্র-যুব, সব ধরণের সংগঠন এবং ব্যাপক জনগণের প্রতি আমাদের আহ্বান, আসুন, জরুরী ত্রান সাহায্যের দাবীতে সোচ্চার হই! এবং একই সাথে ক্ষুদ্র হলেও নিজেদের সামর্থকে সমন্বিত করে শীতার্তদের পাশে দাঁড়াই!
প্রিয় সাংবাদিক বন্ধুগণ,
আমরা লক্ষ করছি, তীব্র শৈত্য প্রবাহে জনগণের যে দুর্ভোগ দেখা দিয়েছে, অতীতের তুলনায় এ বছর তার খুব সামান্য চিত্রই সংবাদ মাধ্যমগুলোতে প্রকাশ পেয়েছে। সংবাদ মাধ্যমে পর্যাপ্ত গুরুত্ব না পাওয়ায়Ñ এই ভয়াবহ সংকট জনগণকে নীরবে প্রায় অসহায়ভাবে মোকাবেলা করতে হচ্ছে। সংবাদ কর্মী হিসাবে এই সংকটকে গুরত্বসহকারে তুুলে ধরার জন্য আমরা আপনাদের আহ্বান জানাচ্ছি।
আশাকরি, আপনারা আপনাদের পেশাগত দায়িত্ব নিয়েই শীতার্ত জনসাধারণের পাশে দাঁড়াবেন।
দীর্ঘক্ষণ আমাদের বক্তব্য শোনার জন্য আপনাদের আবারও আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।
মোস্তফা মাহবুব রাসেল
আহবায়ক, কেন্দ্রীয় কমিটি,
প্রগতির পরিব্রজক দল-প্রপদ
সরকারের কাছে আমাদের দাবী:
শীতার্তদের জন্য অবিলম্বে পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা কর !
দলীয় ও প্রশাসনিক স্বজনপ্রীতি ও লুটপাট বন্ধ করে প্রকৃত শীতার্তদের মাঝে ত্রান বিতরণ কর!
ছাত্র-যুব, সব ধরণের সংগঠন এবং ব্যাপক জনগণের প্রতি আমাদের আহ্বান:
আসুন, জরুরী ত্রান সাহায্যের দাবীতে সোচ্চার হই!
ক্ষুদ্র হলেও নিজেদের সামর্থকে সমন্বিত করে শীতার্তদের পাশে দাঁড়াই!
আমরা প্রপদ-এর শীতার্ত সহযোগিতা সমন্বয় সেল-এ সহায়তা সংগ্রহ করছি এবং বিভিন্ন সংগঠন ও ব্যাক্তিবর্গের উদ্যোগকে সমন্বিত করছি। আপনার/আপনাদের সহযোগিতা বা সংগৃহীত অর্থ পাঠাতে পারেন মিলন কর, সঞ্চয়ী হিসাব নং- ০১৭১১০১০০০৩৬০১০, ডাচ বাংলা ব্যাংক লিঃ এ এবং সহায়তার জন্য নেয়া উদ্যোগকে সমন্বয় করতে যোগাযোগ করুন: প্রপদ- ডাকসু ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা। ফোন: ০১৯১৩৩০৫২১৪, ০১৯১১৯৫০৩৯১।
১৪তম শীতার্ত সহযোগিতা ও প্রচার কার্যক্রম
প্রগতির পরিব্রাজক দল- প্রপদ কর্তৃক শীতার্তদের জন্য জরুরী ত্রানের দাবীতে প্রগতির পরিব্রাজক দল-প্রপদ-এর সংবাদ সম্মেলনে উপস্থাপিত লিখিত বক্তব্য পাঠ করেন আহবায়ক মোস্তফা মাহবুব রাসেল। আগামীকাল সকাল ১১.০০ ঘটিকার সময় অপরাজেয় বাংলায় শীতার্তদের জন্য অবিলম্বে জরুরী ত্রাণ বরাদ্দের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হবে। আপনারাও আমন্ত্রিত।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।