আমাদের কথা খুঁজে নিন

   

ওজনে কারচুপি ও অধিকমূল্যে বিক্রির অভিযোগে হাতিয়ায় সারের ডিলার ও তার ভাই গ্রেফতার করেছে যৌথবাহিনী

রুদ্র মাসুদ rudramasud@gmail.com

ওজনে কারচুপি ও অধিকমূল্যে সার বিক্রির অভিযোগে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার জাহাজমারা ইউনিয়নের সারের ডিলার বিএনপি নেতা জালাল উদ্দীন মুকুল (৩৮)কে গ্রেফতার করেছে যৌথবাহিনী। গতকাল বুধবার সকাল ১১টায় উপজেলার জাহাজমারা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। এনিয়ে মুকুল , তার দুই ভাই মোঃ বাসার উদ্দীন (৪০) ও এনায়েত উদ্দীন (২৫) এর বিরুদ্ধে হাতিয়া থানায় মামলা দায়ের করা হলে দুপুরে পুলিশ এনায়েত উদ্দীন ছোটন কে গ্রেফতার করে। স্থানীয় লোকজন জানায়, জাহাজ মারা ইউনয়নের সারের ডিলার আমেনা এন্টার প্রাইজের মালিক স্থানীয় বিএনপি নেতা জালাল উদ্দীন মুকুল । তার ওপর দুই ভাই মোঃ বাসার উদ্দীন (৪০) ও এনায়েত উদ্দীন (২৫) মিলে দীর্ঘদিন থেকে তারা ৫০ কেজির সারের বস্তার স্থলে ৩৫/৪০ কেজির সারের বস্তা সরবরাহ করে আসছে।

এছাড়া সরকারের নির্ধারিত সারের কেজি ৭টাকা হলেও তারা কৃষকদের কাছে ৮/৯টাকা দরে সার বিক্রি করে আসছে। গতমাসে এ ডিলার নিঝুম দ্বীপে সরকার নির্ধারিত প্রতিবস্তা সরার ৩২০ টাকার স্থলে ৩৭৫ টাকা বিক্রি করে। এসকল ঘটনায় ুব্ধ কৃষকরা যৌথবাহিনী ও প্রশাসনের কাছে প্রতিকারের দাবি জানায়। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার সকাল ১১টায় যৌথবাহিনী মুকুলের সারের দোকান ও গুদামে অভিযান চালায়। এসময় সারের বস্তা পরিমাপ করে প্রায় বস্তাতেই ১০/১৫ কেজি করে কম ধরা পড়ে।

এছাড়া অতিরিক্ত টাকা আদায়ের বিষয়টিও হাতে নাতে ধরা পড়লে যৌথবাহিনী মুকুলকে গ্রেফতার করে হাতিয়া থানায় নিয়ে যায়। পরবর্তীতে সে অসুস্থ হয়ে পড়লে তাকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হাতিয়া থানা পুলিশ জানায়, মুকুল প্রাপ্ত সরের বস্তা ৃেথকে সার খুলে রেখে দিতো কিন্তু দাম রাখতো ৫০ কেজির। এনিয়ে কৃষকরা জানতে চাইলে জানাতো সার নষ্ট হয়ে ওজন কমে গেছে। এঘটনায় জাহাজমারা ইউনিয়নের উপ-সহকারি কৃষি কর্মকর্তা (ব্লক সুপারভাইজার) জসিম উদ্দীন বাদী হয়ে সার নিয়ে প্রতারণার অভিযোগে জালাল উদ্দীন মুকুল, তার দুই ভাই মোঃ বাসার উদ্দীন (৪০) ও এনায়েত উদ্দীন ছোটনের (২৫) বিরুদ্ধে হাতিয়া থানায় মামলা দায়ের করেছে।

তাকে পেটানো হয়নি সে আগ থেকেই অসুস্থ তাই হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে সারের ডিলার জালাল উদ্দীন মুকুল সমকালের সাথে আলাপকালে দাবি করেছে , পানিতে ভিজে সার নষ্ট হয়ে যাওয়ায় ওজন কমে গেছে। সে সার খুলে রাখেনি। তথ্য সুত্র- সাপ্তাহিক চলমান নোয়াখালী ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।