আমাদের কথা খুঁজে নিন

   

নিলামে উঠেছে দৈনিক ইনকিলাব

বহুরুপী

কুখ্যাত যুদ্ধাপরাধী মওলানা মান্নানের ইনকিলাব পত্রিকা নিলামে উঠছে। দেশের শত্রু এই পত্রিকার কর্মকান্ড সবসময়েই ক্ষতিকর। তবে ভাল সংবাদ হচ্ছে এই পত্রিকার সার্কুলেশন এখন ২০ হাজারেরও নীচে। সোনালী ব্যাংক মেসার্স কাদেরিয়া পাবলিকেশন অ্যাণ্ড প্রোডাক্ট লি. এর সম্পদ হিসাবে দৈনিক ইনকিলাবের ঢাকার ২/১ আর কে মিশন রোডের সব সম্পত্তি ও এর মালিক প্রয়াত মাওলানা এমএ মান্নান এবং উত্তরাধিকারদের গুলশানের বাড়িটিও নিলামে তুলেছে। ব্যাংকের খেলাপি ঋণ আদায়ে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

অর্থঋণ আদালত আইন ২০০৩ এর ১২(২) ধারার বাধ্যবাধকতা অনুসরণে ব্যাংক এই নিলাম ডেকেছে। দৈনিক যুগান্তরে এই নিলামের বিজ্ঞপ্তি গত মাসে ছাপা হয়েছে। মেসার্স কাদেরিয়া পাবলিকেশন অ্যান্ড প্রোডাক্ট লি. এর মালিক হিসাবে যাদের নাম এতে প্রকাশ করা হয়েছে তাঁরা হলেন প্রতিষ্ঠানটির প্রয়াত ব্যবস্থাপনা পরিচালক মাওলানা এম এ মান্নান, তাঁর স্ত্রী ও প্রতিষ্ঠানের পরিচালক হোসনে আরা বেগম, পুত্র এ এম এম বাহাউদ্দিন, মো. মঈনুদ্দিন, এ এস এম বাকিবিল্লাহ, এজেডএম সালাউদ্দিন ও মেয়ে নাজমা এরশাদ। ঘটনার বিবরনে জানা যায়, ১৯৯১ সালে সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয় থেকে মেসার্স কাদেরিয়া পাবলিকেশন অ্যান্ড প্রোডাক্ট লি. ঋণ নেয়। পরে তা খেলাপিতে পরিণত হয়।

সর্বশেষ ২০০৬ সালে ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রতিষ্ঠানটির কাছে ব্যাংকের মোট পাওনা ঋণের পরিমাণ দাঁড়িয়েছে তিন কোটি ৮২ লাখ ১৫ হাজার ৯৮৬.২৭ টাকা। আদায়ের সময়ে সুদ ও অন্যান্য খরচ তোলার জন্য বন্ধক রাখা স্থাবর সম্পত্তি হিসাবে নির্মানাদি, যন্ত্রপাতি, যন্ত্রাংশ এবং হাইপোথিকেশন হিসাবে দায়বদ্ধ মালামাল (বর্তমানে যে অবস্থায় রয়েছে) বিক্রির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাংক। তফসিলে বন্ধককৃত সম্পত্তির বর্নণা করে বলা হয়েছে, ২/১ আরকে মিশন রোডে অবস্থিত প্রকল্প ভূমি, এর উপর নির্মিত বা নির্মিতব্য কাঠামো বা দালান, স্থাপিত বা স্থাপিতব্য যন্ত্রপাতি বা প্রেসের সব যন্ত্রপাতি ও কলকব্জাসহ মালিক মেসার্স কাদেরিয়া পাবলিকেশন অ্যান্ড প্রোডাক্টস লি. বিক্রি হবে। আর এর সঙ্গে মালিকদের গুলশানে ১৫.২ কাঠা জমি ও তার ওপর নির্মিত দালান-বাড়িও একই সঙ্গে নিলামে তোলা হয়েছে। এই সম্পদ কিনতে আগ্রহীদের আগামী ১৭ সেপ্টেম্বর বিকেল ৩টার মধ্যে সোনালী ব্যাংক স্থানীয় কার্যালয়ে রতি বাক্সে দরপত্র জমা দিতে বলা হয়েছিল।

ওইদিন বেলা সোয়া ৩টায় দরদাতাদের (যদি কেউ উপস্থিত থাকেন) সামনে তা খোলা হবে। প্রকাশিত বিজ্ঞাপনে দরপত্রে অংশ নিতে আরও কিছু শর্ত যুক্ত রয়েছে। তবে জানা গেছে, কুখ্যাত এই পত্রিকার জন্য কোনো দরপত্র পরেনি।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।