আমাদের কথা খুঁজে নিন

   

মর্ত্যলোকে তারূণ্যের নাচন (পরিমার্জিত ও সংশোধিত)

পাগলা ছেলের... আউলা ব্লগ... যা বুঝি তাই লিখি... মাথা কম ঘামাই

কালপুরুষ ভাইয়ের অসাধারণ এক এডিটিং পর কবিতাটা এমন দাঁড়ালো... এইটা সাইটে থাকবে প্রধান বানী হিসেবে। কেমন হবে?? এর থেকে ২ টা লাইন চয়েস করেন শ্লোগান স্বরূপ থাকবে... চাঁদের আলোয় মর্ত্যলোকে স্নিগ্ধতার পরশ লাগে, সেই পরশে তরুণ মনে আকাশ ছোঁয়ার স্বপ্ন জাগে। তরুণ মনের অসীম মায়া শ্যামল সবুজ গাছের ছায়া, তারূণ্য আজ সেই আকাশে তারার মতো জ্বলছে হেসে। সূর্যালোকের গনগনে তেজ দীপ্ত আলোর মশাল জ্বেলে, নতুন দিনের পথ দেখিয়ে, সমুখ পানে দেয় যে ঠেলে। নদীর বুকে স্রোতের ধারা আনন্দে আজ দিশেহারা, ছুটে যাবার অপার নেশায় তরুন মনে সাহস জোগায়।

কালিমা আর কলুষ যত তরুন মনে লুকিয়ে আছে, সব ফেলে আজ এগিয়ে চলা বাঁধার পাহাড় থাকুক পিছে। জ্ঞানের আলো দাও ছড়িয়ে লাগুক দ্যুতি সবার চোখে, নতুন দিনের নতুন জোয়ার অবাক হয়ে দেখুক লোকে। সুপ্ত প্রতিভা হোক বিকাশ মহৎ হবার শপথ নিয়ে, সুন্দর এক পৃথিবী মোরা নিজের হাতে দেবো গড়িয়ে। আমরা হবো রবি-নজরুল সৃষ্টিশীল কোন বিজ্ঞানী, বিশ্ব মাঝে ছড়িয়ে দেবো এই দেশেরই নামখানি। শ্রদ্ধা তোমায় মাতৃভূমি শ্রদ্ধা তোমায় মাতৃভাষা, জাতির শত্রু নিপাত যাক এই আমাদের নিত্য আশা।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।