জয় বাংলা ছেলেবেলায় বসে বসে ভাবতাম!
যুদ্ধে যাব। আমার দেশটাকে মুক্ত করব-
অভিশাপ ও মহামারীর হাত থেকে।
ছেলেবেলায় কতশত ভাবতাম,
যুদ্ধে যাব। কিন্তু হায়, একাত্তর তো ফুরিয়ে গেছে।
তারপর, কালই-
কী যে শুনলাম শাহবাগে!
রক্তে শণৈ শণৈ আগুন ধরে গেল।
শরীরে ছড়ানো দুই লাখ মাইল শিরা উপশিরায়,
তীব্র অহঙ্কারের এক আগুন ছড়িয়ে পড়ল।
তারপর দেখি কী,
সেই আগুন সহ বিষ্ফোরিত হয়েছে আমার শরীর-
চোখ মেলে দেখি কী, শরীটা আমার নয়, হাজার শরীর।
দেখি,
আগুনটা পাথন্থপথ হয়ে সেনানিবাস ছাড়িয়ে হিমালয়ে গিয়ে মারছে হানা।
এভারেস্ট কোটি বছরের শুভ্র টুপি ছেড়েছুড়ে দিয়ে-
প্রজ্বলিত ন'মাইল উচু মশাল এক!
দেখি কী,
আগুনটা বইমেলা হয়ে হাজির হল বাংলা সাগরে,
কী ট্যাঙ্কার যে ছাই! ফেটে গেল কালকে শাহবাগের উপসাগরে!
বঙ্গোপসাগর হয়ে তেলের আগুন দুদ্দাড় ছড়িয়ে পড়ল সর্বত্র।
নুইয়র্ক, দাম্মাম, করাচি-
সব শত্রুদের খতম হবে আজ।
ওইসব বন্দরের নৌবাহিনীকে থোড়াই পরোয়া করে বাঙালি।
কালই, কী যে শুনলাম শাহবাগে!
মুক্তিযুদ্ধ ফুরায়নি।
২.
মাগো, আমরা মরি নাই।
একাত্তরে লড়ি নাই-
তোমার জন্য লড়ব যে আজ,
এই আশাটা ছাড়ি নাই।
৩.
সব দালালের এক মুখ!
মুখের উপর দাও থুক:!
৪.
বাঙালির তো বাংলা না,
সারা বিশ্বেই আস্তানা।
বিশ্বজুড়ে শমন পাঠা,
রাজাকাররা বাঁচতো না।
৫.
জাগো বাঙালি, বাংলাদেশী-
বিনাশ করো ছদ্মবেশী! ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।