আমাদের কথা খুঁজে নিন

   

মর্ত্যলোকে তারুণ্যের নাচন (বাংলাদেশের নবীন-তরুনদের উতসর্গ করলাম)

পাগলা ছেলের... আউলা ব্লগ... যা বুঝি তাই লিখি... মাথা কম ঘামাই

-খুব আগ্রহ নিয়ে লিখেছি। দেখুন কেমন হয়েছে। আপনাদের সমর্থন পেলে পত্রিকায় পাঠিয়ে দেব। চাঁদের আলোয় মর্ত্যলোকে স্নিগ্ধতার ছোঁয়া লাগে, সেই পরশে তারুণ্য দল আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখে যেমন সবুজ মায়ায় ভরা গাছের শাখার কচি পাতারা তারূণ্য আজ আকাশ ভরা জ্বলছে লক্ষ কোটি তারকারা সূর্য লোকের গন গনে তেজ দিনের বেলায় কমতি নেই এগিয়ে চল সম্মুখ পানে থেকো না বসে হারিয়ে খেই নদীর বুকের স্রোতের পানি নেই কোন দিক নেই সরণ মোহের মায়ায় নবীন-তরুন ছুটছে বেগে ঠিক তেমন কালিমা আর কলুষতা যত আছে তোমায় ঘিরে তরতরিয়ে এগিয়ে চল সকল বাঁধার পাল চিরে আলোকিত হও জ্ঞানের আলোয় দ্যুতি তোমার ছড়িয়ে দাও নতুন জোয়াড়ের ডাকে নবীন-তরুন সাড়া দাও সুপ্ত প্রতিভা বিকশিত কর মহৎ হবার শপথ কর পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজকে গড় তুমিই হবে রবী-নজরুল কিংবা মহান বিজ্ঞানী এগিয়ে আসো নির্ভয়ে ধরো দেশের হাল খানি মাতৃভূমির শ্রদ্ধা রাখো মাতৃভাষায় ভক্তিবোধ জাতির শত্রু করতে দমন তোমাদেরই বিজয় হোক

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।