আমি দেখেছিলাম তাকে..ছোট্র নদীর বাকে..
ফটো ক্যাপশন - বিয়ের পিড়িতে শিরিন আবুল হায়াত দম্পতি
ব্যাক্তি জীবন..
এর আগে ১৯৭০-এ অনেক নাটকীয়তার মধ্য দিয়ে আবুল হায়াতের সঙ্গে বিয়ে হয় মেজ বোনের ননদ শিরিনের (মাহফুজা খাতুন শিরিন) সঙ্গে। বেশ হাসতে হাসতে বিয়ের আগেই একে অপরকে পছন্দের কথাও স্বীকার করেন। এ সম্পর্কে আবুল হায়াত বলেন, আমাদের পছন্দের ব্যাপার দু’পক্ষই জানতো। কিন্তু প্রথমে কেউই মানতে চাচ্ছিল না। পরে দুলাভাই (মেজ বোনের স্বামী) যখন হঠাৎ মারা গেলেন তখন দু’পক্ষই আত্মীয়তার সম্পর্ক টিকিয়ে রাখতেই কুলখানির পরের দিন আমাদের বিয়ে দিয়ে দিলেন। বিয়ের এক বছরের মাথায় ১৯৭১ সালের ২৩ মার্চ যুদ্ধ শুরু হওয়ার মাত্র কয়দিন আগে ঘর আলো করে আসে আমাদের প্রথম সন্তান বিপাশা। এর ঠিক ছয় বছর পর আমাদের ফ্যামিলিতে আসে আরেক চাদমুখ নাতাশা।
ফটো ক্যাপশন- ১.বিয়ের পিড়িতে শিরিন আবুল হায়াত দম্পতি
২.লিবিয়াতে দুই মেয়ে নিয়ে আবুল হায়াত (চলেব..)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।