এটুকু সময় তাই কেটে যাক রূপ আর কামনার গানে
বেছে বেছে প্রথম আলো, আজকের কাগজ [সম্প্রিত বন্ধ ঘোষিত, নাকি ঘোষিত হতে বাধ্য?], সাপ্তাহিক-২০০০ এসব পত্রিকা ইসলামের অবমাননা শুরু করলো ক্যান? আমার দেশ, নয়া দিগন্ত, ইনকিলাব, সংগ্রাম, এগুলোর তো কিছু হয় না দেখি। "ভারতীয় ষাঁড়ের গুঁতোয় বাংলাদেশী কৃষক আহত"-মার্কা খবর তো এরাই ছাপতো। আর দাউদ হায়দারের লেখার ওই একটা লাইন কতভাবে কতসহস্রবার যে ব্যবহার করেছি আমরা তার ইয়ত্তা নেই। যারা এ লাইনের মধ্যে ইসলামের অবমাননার গন্ধ পায় তারা ইসলামকে কোথায় নামাতে চায় কে জানে? তাছাড়া এই ব্যক্তিগুলো কোরান শরীফের সাংকেতিক অর্থ উদ্ধার করে ওয়াজ করে বেড়ায় ভাবতেই অবাক লাগে। ইসলাম ধর্মটা কি এত ঠুনকো ? আসলে আলামতটা পুরোপুরি রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।