আশায় বুক বাঁধা একজন মানুষ। কিসের মানববন্ধন ???? কিসের কি ??? আশরাফুল জিনিয়াস ক্রিকেটার কোন সন্দেহ নেই ,আমার মতে একটু ধৈর্য হারা সে, নাহলে তার মত ট্যালেন্টেড ক্রিকেটার আমাদের দেশে নেই বললেই চলে । আমাদের অনেক আনন্দের উপলক্ষ সে , দেশ ও জনগণকে সে যা দিয়েছে তার জন্য শ্রদ্ধা পাওয়ার উপযুক্ত সে ... কিন্তু সে একজন সিনিয়র ক্রিকেটার, ম্যাচ ফিক্সিং যে অপরাধ আর তার শাস্তি কি হতে পারে তা তার ভালো করেই জানা , আজ এসব অঘটন ঘটিয়ে কান্না ভেজা চোখে মাফ চাইলো ব্যাস আপনারা তাকে বাচাতে , তার শাস্তি কমাতে মানববন্ধন , হেন বন্ধন , তেন বন্ধন এ গেছেন ... সাবধান হউন , যদি বেশী ইমোশনাল হয়ে পরেন আশরাফুল এর কান্না দেখে , মাফ করে দেন , শাস্তি কমান তাহলে বাংলাদেশের ক্রিকেট নিশ্চিতভাবে অন্ধকারের দিকেই নিমজ্জিত হবে , বাকিরা বুঝে যাবে যত ফিক্সিং যত অপরাধ করুক , একটু কেঁদে নিলেই সব মাফ ... অবুঝ এর অপরাধ মাফ করা যায় , জেনে শুনে ইচ্ছা করে যে অপরাধ করে তাকে নয় । তাই বাংলাদেশের ক্রিকেটের স্বার্থে আশরাফুল এর সর্বোচ্চ শাস্তি হতে হবে , এটা নিয়ে মানববন্ধন করেন ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।