রাতে ঘুম আসে না ,আর সকালে ঘুম ভাঙ্গে না :<
আমার ছেলেবেলা কেটেছে একটি মফস্বল টাইপ এলাকায় । তবে সেই এলাকাটিকে গ্রাম বা শহর এলকার কোন পর্যায়েই বিবেচনা করা যায়না । আমাদের এলাকাটি ছিল ব্যাংকারস এলাকা , ঐ এলাকার বেশিরভাগ লোকই ছিল ব্যাংকের কর্মকর্তা । তখনকার দিনগুলি আমার কাছে সপ্নের মত সুন্দর মনে হয় । সন্ধ্যা হলেই মসজিদে নামাজ পড়ে বাসায় এসে পড়তে বসতে হত ।
আর কোন কারনে যদি সন্ধ্যার পর লোডশেডিং হত । তাহলে তো আর কথাই নেই । তাড়াতাড়ি খাওয়া হত তখন । এবং খাওয়ার পরে বের হতাম আমি আমার বাবা এবং বোন । কখনও আমরা সপরিবারে বের হতাম ।
একটি মাদুর সঙ্গে নিতাম । বাসা থেকে কিছুদূর হেটে ছিল খোলামাঠ । ঐ মাঠের পাশের পায়েহাটা রাস্তার ঘাসে আমরা মাদুর পেতে বসতাম । কখনঅ কখনঅ অন্যান্য লোকজনও বেরিয়ে আসত , বেরিয়ে আসত আমাদের মত বাচ্চারাও । তখন শুরু হত খেলা ।
আর যদি কেউ না আসত আমরা দৌড়ে জোনাকি ধরার চেষ্টা করতাম । একটার বেশি ধরতাম না । হাতের মধ্যে নিয়ে রাখতাম ,যখন কারেন্ট আসত তখন বাসায় ফেরার পর ঐ জোনাকি টাকে বারান্দায় একটি বয়ামে রাখতাম । তখন সেটি জলার সময় যা আনন্দ লাগত!! সকালে উঠে দেখতাম ঐটির করুন মৃত্যু হয়েছে । বাবা মা বকতেন ।
(চলবে)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।