আমাদের কথা খুঁজে নিন

   

কবিতা: জোনাকি হাতে হতাশার মতো সুন্দর সে

ঘরেও নহে পারেও নহে,যে জন আছে মাঝখানে...............

জোনাকি হাতে বসল যখন কালো রাতের ঘাসে তাকে না দেখতে পেয়ে প্রতীক মনে হলো স্বপ্নের। আলো পেয়ে মনে হলো সবই ঠিক আছে । চোখ দেখে আমি চোখের মতোই শান্ত হয়ে গেলাম। নিয়ত এমন মুখেই বিকেলের রোদ মায়াবী লাগে। তার সৌন্দর্য অপূর্ব হয়ে আছে তবু আমার মনে নয়তো চোখের আলোয় বিষন্ন শরীরের মতো ক্লান্তি এলো..................... জোনাকি হাতে হতাশার মতো সুন্দর সে........ নাম দেখে ভেবেছিলাম ছবির মতো ঘরে বাস, তার চোখের জল ফুল পেরিয়ে ভেসে আসে গন্ধের মতো ,বাতাস ভাসায়! নাম শুনে ভেবেছিলাম গানের গায়কির পাশে দাঁড়ানো অসম্ভব অদ্ভুত করে বাজানো সেতার বাদকের হাতে মোহনীয় জীবন তার !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.