আমাদের কথা খুঁজে নিন

   

কার্টুনিষ্ট গ্রেফতার এবং ছোট্র একটি প্রশ্ন।

দরজাও বন্ধ নয়

সাধারনত প্রথম আলোর সোমবারের সাময়িকী আলপিন আমার পড়া হয়না তার প্রধান কারন হচ্ছে আমি কার্টুন ভালো বুঝিনা। গতকাল প্রথম পাতায় ধর্মীয় অনুভুতিতে আঘাত হানায় সম্পাদকের ক্ষমা প্রাথনা এবং আলপিনে ছাপা হওয়া একটি কার্টুন প্রত্যাহার করে নেওয়ার খবরে চোখ আটকে গেলো, কি থাকতে পারে সেই কার্টুনে এমন একটি প্রশ্নোদয় ঘটলো মনে। আগ্রহটা প্রবল আকার ধারন করলো গতকাল রাতে রেডিও টুডে এফ এম ৮৯.৬ এর রাতের খবর শুনতে গিয়ে, আলপিনে ছাপা হওয়া সেই কার্টুনের শিল্পীকে গ্রেফতার করা হয়েছে এই খবর শুনার পর। তখনই খুজে বের করলাম আলপিন এবং দেখলাম সেই কার্টুন ১ম দৃশ্যঃ একজন বয়স্ক লোক একটি বাচ্চাকে প্রশ্ন করছে এই ছেলে তোমার নামকি? ছেলেটি বলছে বাবু ২য় দৃশ্যঃ বয়স্ক লোক বললো বাবু নামের আগে মোহাম্মদ বলতে হয় এবং বাচ্চাটির বাবার নাম জানতে চায়, ছেলেটি বলে মোহাম্মদ আবু ৩য় দৃশ্যঃ বয়স্ক লোক জানতে চায় তোমার কোলে কি?ছেলেটি বলে মোহাম্মদ বিড়াল (ছেলেটির কোলে একটি বিড়াল ছিলো) আমার প্রশ্ন হচ্ছে এখানে কোন কথাটি ধর্মীয় অনুভুতিতে আঘাত হানে? ধরে নেই কার্টুনের চরিত্র, চরিত্রে দেখা যাচ্ছে বয়স্ক লোকটির গায়ে পান্জাবী এবং মাথায় টুপি। এগুলোর জন্য যদি কারো অনুভুতিতে আঘাত লাগে তবে আমি বলবো পান্জাবী এবং টুপি কারো রেজিষ্টার্ড পোষাক নয়, এটা ব্যবহার করে মুসলিমরা, হিন্দুরা, শিখরা। আর যদি ধরি বিড়ালের আগে মোহাম্মদ সংযুক্ত করার ব্যাপারটি তবে বলতে হয় আমাদের পবিত্র হাদিসে উল্যেখ আছে হযরত মোহাম্মদ (সাঃ) এর নাম উচ্চারন করার সাথে সাথে যে বলবে এবং যারা শুনবে উভয় পক্ষ সাল্লালাহু আলাইহে ওয়া সাল্লাম এই দরুদটি পড়বে তাহলে আমরা নামের আগে মোহাম্মদ সংযুক্ত করে নিজেরাই কি অবমাননা করছিনা হযরত মোহাম্মদ (সাঃ) কে। আর যদি বলা হয় হযরত মোহাম্মদ (সাঃ) এর নাম হিসেবে নয় আমরা মোহাম্মদ ব্যাবহার করি নামের টাইটেল হিসেবে তাহলে এটি বিড়ালের আগে সংযুক্ত করলে নিশ্চয় কোন ধর্মীয় অনুভুতিতে আঘাত লাগার কথা নয়। তাহলে কার্টনিষ্টকে গ্রেফতার কেন? কোন অপরাধের বিচার হবে তার? একটি অপরাধের বিচার হতে পারে, কেন তিনি এই ভূখন্ডে জন্মগ্রহন করলেন যেখানে আছে মুফতি আমিনী, মাওলানা উবায়দুর রহমানের মতো দুর্বল েত্তের মানুষেরা যারা ভাবে এই বুঝি ঈমান গেলো, অথবা অন্যের ঈমান নিয়ে রাজনীতি করে বেড়ায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।